কুরবানিতে নিসাব কী?
কুরবানির ক্ষেত্রে নিসাব-এর অর্থ হলো, যার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়। এটা উদ্দেশ্য নয় যে, যার উপর যাকাত ফরয হয়। ( বাহারে শরীয়ত, ১৫তম খন্ড)
অর্থাৎ যে ব্যক্তি সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা সাড়ে সাত তোলা স্বর্ণের মালিক, কিংবা মৌলিক প্রয়োজন ছাড়া যে ব্যক্তি এ পরিমাণ সম্পদের মালিক হয়, যার মূল্য সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা সাড়ে সাত তোলা স্বর্ণের সমান, তবে তার উপর কুরবানি ওয়াজিব। তবে তা যাকাতের নিসাবের মত পূর্ণ এক বছর মালিকানায় থাকা শর্ত নয়। বরং ঈদের দিন যদি নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক থাকে তবেই তার উপর কুরবানি ওয়াজিব।
নাবালিগ-এর পক্ষ থেকে কুরবানি
নাবালিগ-এর উপর কুরবানি করা ওয়াজিব নয় এবং তার পক্ষ হতে তার পিতা বা অভিবাবকের উপরও কুরবানি করা ওয়াজিব নয়। ৫০
৫০ - শামী ও বাহারে শরীয়ত।
মুসাফির-এর উপর কুরবানি
মুসাফিরের উপর কুরবানি করা ওয়াজিব নয়। তবে মুসাফির যদি কুরবানি করে তা নফল হিসেবে গণ্য হবে।৫১
৫১ - আলমগীরী, শামী, বাহারে শরীয়ত।
_________________
কুরবানি (ঐতিহাসিক প্রেক্ষাপট ও আহকাম)
গ্রন্থনা ও সংকলন:
মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী
অধ্যক্ষ, জামি‘আ-এ-‘ইলমে মদীনা, নেত্রকোণা
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন