জ্বিনদের খাদ্যের বর্ণনা


       খাতামুল মুরসালীন, শফীউল মুযনিবীন, রাহমাতুল্লিল আলামীন صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم ইরশাদ করেছেন: “যে আমার উপর জুমার দিনে ও রাতে এক শতবার দরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ্ তাআলা তার একশত অভাব পূরণ করবেন। সত্তরটি আখিরাতের ও ত্রিশটি দুনিয়ার।”


(কানযুল উম্মাল, ১ম খন্ড, ২৫৬ পৃষ্টা, হাদীস নং- ২২৩৯)


صَلُّوا عَلَى الحَبِيب! صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَلىٰ مُحَمَّد



রাসূলে পাক ﷺ এর দরবারে জ্বিনদের প্রতিনিধিঃ


       হযরত সায়্যিদুনা আবদুল্লাহ ইবনে মাসউদ  رضى الله تعالى عنه  হতে বর্ণিত, রহমতে আলম, নূরে মুজাস্সাম, রাসুলে আকরাম, শাহানশাহে বনী আদম صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم এর মহান মর্যাদাপূর্ণ খিদমতে জ্বিনদের এক প্রতিনিধি দল উপস্থিত হয়ে আরয করল, “আপনার উম্মত হাড়ি, গােবর ও কয়লা দ্বারা যেন ইসতিঞ্জা (প্রস্রাব, পায়খানার পর পবিত্রতা অর্জন) না করে, কারণ আল্লাহ্ তাআলা এগুলাের মধ্যে আমাদের রিযিক নির্ধারণ করে দিয়েছেন। তাই তাজেদারে রিসালাত, শাহানশাহে নবুয়ত, মাহবুবে রব্বুল ইযযত صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم (উম্মতকে) তা থেকে বারণ করেছেন। (আবু দাউদ শরীফ, ১ম খন্ড, ৪৮ পৃষ্ঠা, হাদীস নং- ৩৯)



রাসুলুল্লাহ্ ﷺ ইরশাদ করেছেন: “যে ব্যক্তি কিতাবে আমার উপর দরূদ শরীফ লিখে, যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে, ফিরিশতারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে।” (তাবারানী)।

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন