ক্ষুধার্ত বাঘ


হযরত সায়্যিদুনা দাতা গঞ্জেবখশ আলী হাজবেরী (رحمة الله) বলেন: “আমি শায়খ আহমদ হাম্মাদী সাখাসী (رحمة الله) কে তাঁর তাওবার কারণ জিজ্ঞাসা করলাম। তখন তিনি বলতে লাগলেন, “একবার আমি আমার উটগুলাে নিয়ে “সাখাস” হতে রওয়ানা হলাম। পথিমধ্যে জঙ্গলে একটি ক্ষুধার্ত বাঘ আমার একটি উটকে আহত করে ফেলে দিল এবং এরপর একটি উচু টিলার উপর চড়ে গর্জন করতে লাগল। সেটার আওয়াজ শুনতেই অনেক হিংস্র জানােয়ার জড়াে হয়ে গেল। বাঘটি নিচে আসল আর ঐ আহত উটটিকে টেনে ছিড়ে ফেলল কিন্তু সেটা নিজে কিছু খেল না বরং পুনরায় টিলার উপর গিয়ে বসল। জড়াে হওয়া হিংস্র জানােয়ারগুলাে উটের উপর ঝাঁপিয়ে পড়ল আর হুড়াহুড়ি করে খেয়ে ফিরে যেতে লাগল। অবশিষ্ট পরিত্যক্ত মাংস খাওয়ার জন্য বাঘটি নিকটে আসলে একটি লেংড়া শিয়াল দূর থেকে আসতে দেখা গেল। বাঘটি পুনরায় আপন জায়গায় ফিরে গেল। শিয়ালটি প্রয়ােজন অনুসারে খেয়ে যখন ক্ষুধা মিটিয়ে চলে গেল, তখন বাঘটি ঐ মাংস থেকে সামান্য পরিমাণ খেল। আমি দূর থেকে এসব কিছু গভীর মনােযােগ সহকারে লক্ষ্য করছিলাম। হঠাৎ বাঘটি আমার দিকে আসল আর সুস্পষ্টভাষায় মুখ দিয়ে বলল: “আহমদ! এক লােকমা দান করাতাে কুকুরের কাজ, সত্য পথের সাহসী বীরতাে নিজের জানও অন্যের জন্য কতাওবান (উৎসর্গ করে দেয়)” আমি এ অসাধারণ ঘটনায় অত্যন্ত প্রভাবিত হয়ে গেলাম এবং নিজের সকল গুনাহ্ থেকে তাওবা করলাম ও দুনিয়া বিমুখ হয়ে আমার আল্লাহ তাআলার প্রতি আসক্ত হয়ে গেলাম।" (কাশফুল মাহজুব, অনুদিত, ৩৮৩ পৃষ্ঠা)।


আল্লাহ্ তাআলার রহমত তাঁর উপর বর্ষিত হােক এবং তাঁর সদকায় আমাদের ক্ষমা হােক।

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন