খুব খাও আর পান কর


কথিত আছে, কয়েক বৎসর থেকে হযরত সায়্যিদুনা বিশর হাফী (رحمة الله) এর বিচিওয়ালা সবজী, যা রান্না করে খাওয়া হয় যেমন মটর, কলাই ইত্যাদি খেতে মন চাচ্ছিল কিন্তু তিনি (رحمة الله) নিজের নফসকে দমন করে তা খেলেন না। তাঁর ইন্তিকালের পর কেউ তাঁকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করল, “আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ ব্যবহার করেছেন?” তিনি জবাব দিলেন, “আল্লাহু তাআলা আমাকে ক্ষমার সুসংবাদ শুনিয়ে বললেন: আরে ঐ মানুষ যে দুনিয়াতে না খেয়েছ, না পান করেছ, এখন ভালভাবে খাও আর পান কর।" (রিসালাতুল কুশারিয়া, পৃষ্ঠা ৪০৬)


আল্লাহ তাআলার রহমত তাঁর উপর বর্ষিত হােক এবং তাঁর সদকায় আমাদের ক্ষমা হােক।


গদা ভী মুনতাজির হে খুলদ মে নেকো কি দাওয়াত কা,


খােদা দিন খায়র ছে লায়ে সাখী কে ঘর যিয়াফত কা। (হাদায়িকে বখশিশ)।

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন