উচ্চরবে যিকির তালক্বীনের অন্তর্ভূক্ত
তাছাড়া উচ্চরবে যিকিরের ফলে জানাজা নামাজের ঘোষণা এবং দাফনের পূর্বে মৃত ব্যক্তিকে ‘তালক্বীন’ বা ‘মুনকির’ ও ‘নকীর’ এর ‘প্রশ্নাবলীর’ জবাব শিক্ষা প্রদানের কাজও সম্পন্ন হয়।
যেমন- হাদিস শরীফে এরশাদ হয়েছে- لقنوا موتاكم অর্থাৎ- তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের তালক্বীন বা শিক্ষা প্রদান কর। উল্লেখ্য যে, এতে শর্তহীনভাবে নির্দেশিত হয় যে, মৃত ব্যক্তির ‘রূহ’ ‘জানাজার’ সাথে সাথে চলতে থাকে; যারা জানাজা বহন করে এবং দাফন করে তাদের সবাইকে ‘রূহ’ চিনতে পারে।
এ প্রসঙ্গে আল্লামা ছূয়ূতী (رحمة الله) ‘শরহুচ্ছুদুর’ নামক কিতাবে বেশ সংখ্যক হাদিস বর্ণনা করেছেন। ইমামগণ মৃত ব্যক্তিদেরকে শিক্ষা প্রদান করা (তালক্বীন) মোস্তাহাব বলে উল্লেখ করেছেন। সুতরাং বুঝা যাচ্ছে যে, ‘সরব-যিকির’ মোস্তাহাব; যে ব্যক্তি তা অস্বীকার করে সে স্বেচ্ছায় সত্য প্রত্যাখ্যানকারীদেরই পর্যায়ভূক্ত এবং একগুঁয়েই বটে।
_____________
আল্-ক্বাওলুল হক্ব
(জানাজায় উচ্চরবে যিকির জায়েয প্রসঙ্গে)
রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল-কাদেরী (رحمة الله)
অনুবাদঃ মাওলানা মুহাম্মদ আবদুল মন্নান (এম.এম.এম.এফ)
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন