প্রসিদ্ধ আশিকে রাসুল হযরত আল্লামা আবদুর রহমান জামী رضى الله تعالى عنه বর্ণনা করেন, হযরত সায়্যিদুনা জাবির رضى الله تعالى عنه নিজের মাদানী মুন্নাদের (ছােট্ট ছেলেদের) উপস্থিতিতে ছাগলটি জবাই করেছিলেন। যখন কাজ শেষ করে তিনি رضى الله تعالى عنه চলে গেলেন তখন ঐ দুজন মাদানী মুন্না ছুরি নিয়ে ছাদে চলে গেল। বড় ভাই ছােট ভাইকে বলল: এসাে আমীর তােমার সাথে ঐরূপ করব, যেমন আমাদের আব্বাজানা ঐ ছাগলটির সাথে করেছেন। সুতরাং বড় ভাই ছােট ভাইকে বাঁধল এবং কণ্ঠনালীতে ছুরি চালিয়ে দিল আর মাথা আলাদা করে হাতে তুলে নিল! যেমাত্র তাদের আম্মাজান رضى اللّٰه تعالىٰ عنها এ দৃশ্য দেখলেন, তার পিছু নিলে সে ভয়ে পালানাের সময় ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করলেন। ঐ ধৈর্যশীলা মহিলা আহাজারি ও কোন ধরণের শাের-চিৎকার করলেন না, যেন আবার প্রিয় রাসুল, মা আমেনার বাগানের সুবাসিত ফুল, রাসুলে মাকবুল صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم পেরেশান হয়ে না যান ।
রাসুলুল্লাহ্ ﷺ ইরশাদ করেছেন: “যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরূদ শরীফ পড়বে কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব।" (কানযুল উম্মাল)
অত্যন্ত ধৈর্য ও শান্তভাবে দু’জনের ছােট্ট লাশগুলাে ভিতরে নিয়ে সেগুলাের উপর কাপড় টেনে দিলেন এবং কাউকে বললেন না। এমনকি হযরত জাবির رضى الله تعالى عنه কেও বললেন না। যদিও মনােবেদনায় অন্তর ভীষণ ব্যথিত ছিল, কিন্তু চেহারাকে স্বাভাবিক ও হাস্যোজ্জল রাখলেন এবং খাবার ইত্যাদি রান্না করলেন। সরকারে মদীনা, মিঠে মুস্তফা صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم তাশরীফ আনলেন এবং হুযুর صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم এর সামনে খাবার পেশ করা হল। এ সময় জিব্রাঈল আমীন عَلى نَبِيِّنَا وَعَلَيهِ الصَّلٰوةُ وَالسَّلَام উপস্থিত হয়ে আরয করলেন: ইয়া রাসুলাল্লাহ্ صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم আল্লাহ্ তাআলা ইরশাদ করেছেন, জাবিরকে বলুন নিজের ছেলেদেরকে আনতে, যাতে তারা আপনার صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم সাথে খাওয়ার সৌভাগ্য অর্জন করে। নবীকুল সুলতান, সরদারে দোজাহান, মাহবুবে রহমান صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم হযরত সায়্যিদুনা জাবির رضى الله تعالى عنه কে ইরশাদ করলেন: “তােমার ছেলেদেরকে আন!” তিনি সাথে সাথে বাইরে এলেন এবং স্ত্রীকে জিজ্ঞাসা করলেন: “ছেলেরা কোথায়?” তিনি বললেন: নবীয়ে রহমত, শফিয়ে উম্মত, তাজেদারে রিসালাত صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم এর খিদমতে আরয করুন যে, তারা উপস্থিত নেই।” প্রিয় আক্বা, উভয় জাহানের দাতা, রাসুলুল্লাহ্ صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم ইরশাদ করলেন: “আল্লাহ্ তাআলার ফরমান এসেছে যে, তাদের তাড়াতাড়ি ডাক! শােকাহত স্ত্রী কাঁদতে লাগলেন বললেন: “হে জাবির! এখন আমি তাদেরকে আনতে পারব না। হযরত সায়্যিদুনা জাবির رضى الله تعالى عنه বললেন: “আসলে কি হল?” কাঁদছেন কেন? স্ত্রী তাকে ভেতরে নিয়ে গিয়ে সব ঘটনা বললেন এবং কাপড় উঠিয়ে মাদানী মুন্নাদের দেখালেন। তখন তিনিও কাঁদতে লাগলেন। কারণ তিনি তাদের অবস্থা সম্পর্কে অবগত ছিলেন না। ব্যাস, হযরত সায়্যিদুনা জাবির رضى الله تعالى عنه দুই জনের ছােট্ট ছােট্ট লাশগুলােকে নিয়ে ছরকারে নামদার, মদীনার তাজেদার, রহমতের ভান্ডার, রাসুলদের সরদার صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم এর কদমে রেখে দিলেন। ঐ সময় ঘর থেকে কান্নার আওয়াজ আসতে লাগল।
রাসুলুল্লাহ্ ﷺ ইরশাদ করেছেন: “আমার প্রতি অধিকহারে দরূদ শরীফ পাঠ কর, নিশ্চয় আমার প্রতি তােমাদের দরূদ শরীফ পাঠ, তােমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ।” (জামে সগীর)
আল্লাহ্ তাআলা জিব্রাঈলে আমীন عَلى نَبِيِّنَا وَعَلَيهِ الصَّلٰوةُ وَالسَّلَام কে প্রেরণ করলেন আর বললেন: “হে জিব্রাইল! আমার মাহবুব صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم কে বল, আল্লাহ্ রব্বুল ইজ্জত ইরশাদ করেছেন: “হে প্রিয় হাবীব! আপনি দোয়া করুন, আমি এদেরকে জীবিত করে দেব।” নবী করীম, রউফুর রহীম, হুযুর পুরনূর صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم দোয়া করলেন আর আল্লাহর নির্দেশে উভয় মাদানী মুন্না তৎক্ষণাৎ জীবিত হয়ে গেল। (শাওয়াহিদুন্ নুবুওয়াত, পৃষ্ঠা ১০৫, মাদারিজুন্নবুওওয়াত, ১ম খন্ড, পৃষ্ঠা ১৯৯)
আল্লাহ্ তাআলার রহমত তাঁদের উপর বর্ষিত হােক এবং তাঁদের সদকায় আমাদের ক্ষমা হােক।
কলবে মুরদা কো মেরে আবতাে জ্বিলাদো আ-কা
জামে উলফত কা মুঝে আপনি পিলাদো আ-কা
صَلُّوا عَلَى الحَبِيب! صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَلىٰ مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা দেখলেন তাে! তাজেদারে রিসালত, শাহানশাহে নবুয়ত, মুস্তফা জানে রহমত صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم এর কেমন শান যে, সামান্য পরিমাণ খাবার অনেক মানুষ খেয়ে নিল তারপরও তাতে কোন প্রকার কমতি হল না। আর এরপর ছাগলের মাংসের অবশিষ্ট হাড়ে মাংস চামড়া পরিধান করে হুবহু ঐ ছাগলই মাথা নেড়ে দাঁড়িয়ে গেল। এছাড়া হযরত সায়্যিদুনা জাবির رضى الله تعالى عنه এর মৃত্যুবরণকারী মাদানী মুন্নাদেরকে (ছেলেদেরকে) আল্লাহর ইচ্ছায় জীবিত করে দিলেন।
মুরদোকো জ্বিলাতে হে রাউতােকো হাসাতে হে,
আ-লাম মিঠাতে হে বিগড়ি বানাতে হে। ছারকার খিলাতে হে, সরকার পিলাতে হে,
সুলতানাে গাদা ছব কো ছরকার নিভাতে হে।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন