প্রিয় ইসলামী ভাইয়েরা! কুরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন, দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সর্বদা সম্পৃক্ত থাকুন। الحمد للّٰه عزّ وجل দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ অসংখ্য মানুষের ভাগ্যে মাদানী পরিবর্তন এনে দিয়েছে। যেমন আত্তারাবাদ বাবুল ইসলাম সিন্ধু প্রদেশের এক ইসলামী ভাই তার নিজের ঘটনা অনেকটা এরূপ লিখেছেন। আমি খুব বেশি গুনাহের মধ্যে ডুবে থাকতাম। প্রায় প্রতিদিন দু'টি ফ্লিম দেখতাম। সর্বদা নিজের সাথে রেডিও রাখতাম। একটি বিক্রি করে আরেকটা কিনতাম। রাতে শােয়ার সময়ও শিয়রে রেডিও চালু করে রাখতাম। রেডিও শুনতে শুনতে যখন আমার ঘুম এসে যেত তখন আমার আম্মীজান উঠে এসে রেডিও বন্ধ করে দিতেন।
রাসুলুল্লাহ্ ﷺ ইরশাদ করেছেন: “তােমরা যেখানেই থাক আমার উপর দরূদে পাক পড়, কেননা তােমাদের দরূদ আমার নিকট পৌঁছে থাকে।” (তাবারানী)
সম্ভবত ১৪১৬ হিজরী ছিল, আমি আমার এক বন্ধুর সাথে দেখা করতে হায়দ্রাবাদ গিয়েছিলাম। সে আমাকে দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমায় ‘ফয়যানে মদীনা' নিয়ে গেল। বাবুল মদীনা করাচী থেকে আপনার (অর্থাৎ সঙ্গে মদীনার ُعُفِىَ عَنه) টেলিফোনের মাধ্যমে বয়ান শুনলাম। শুনতেই আমার জীবনে মাদানী পরিবর্তন এসে গেল। খােদার ভয়ে কেঁদে কেঁদে গুনাহ থেকে তাওবা করলাম এবং দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। আত্তারাবাদে দা'ওয়াতে ইসলামীর এক আশিকে রাসুল ইনফিরাদী কৌশিশের মাধ্যমে আমাকে এক মুষ্টি পরিমাণ দাঁড়ি রাখালেন।
মাইতাে না-দানা তা দা-নিস্তা ভী কিয়া কিয়া না কিয়া,
লাজ রাখলি মেরে লাজপাল নে বুছওয়া না কিয়া।
صَلُّوا عَلَى الحَبِيب! صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَلىٰ مُحَمَّد
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন