মাকামাতে রাব্বানী
ইমামে রাব্বানীর অভিমত দ্বারা জানা যায় যে, قضاء مبرم অর্থাৎ আল্লাহর এক বান্দা যাঁর নাম মুহীউদ্দিন আবদুল কাদের জিলানী তিনি ছাড়া অন্য কেউ অখণ্ডনীয় তাকদীরকে পরিবর্তন করতে সক্ষম নয়। এ দৌলত লাভ করার জন্যই ইমাম রাব্বানী আল্লাহর দরবারে কামনা করেছেন।
وَكَانَ رَجُل يَصْرُخُ فِـىْ قَبْرِه وَيصيح حَتّٰى اَذَى النَّاس فاخبروه به فَقَالَ اِنّـه رَأنِـى مَرَّةً وَلَا بد اِنّ الله تَعالٰى يَرْحَمُه لِاَجْلِ ذَالِكَ فمن ذَالِكَ الْوَقْتِ مَا سَمِـعَ اَحَد صراخًا . (نور الابصار مناقب اٰل بيت النبى المختار، صـ ২৫৭ )
অনুবাদ: জনৈক ব্যক্তি নিজ কবরে চিৎকার করে আহাজারী করছিল। যদ্বারা আশেপাশের কবরবাসীর কষ্ট হচ্ছিল। এ সংবাদটি কয়েকজন ছাহেবে কাশ্ফ আউলিয়াগণ হযরত গাউছে পাক (رحمة الله) এর দরবারে পৌঁছালে তিনি বলেন, সে কবরবাসী মৃত ব্যক্তি আমাকে মাত্র একবার দেখেছিল। এ জন্য আল্লাহ্ তায়ালা অবশ্যই তাকে দয়া করবেন। এরপর থেকে আর কেউ এ মৃত কবরবাসীর চিৎকার শোনেনি।
(নূরুল আবছার ফি মানাকেবে আলে বায়তিন নবীয়্যিল মুখতার: ২৫৭)।
_____________
কালামুল আউলিয়া ফি শানে ইমামিল আউলিয়া
রহমাতুল্লাহে তায়ালা আলাইহিম আজমাঈন
রচনায়:মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী
অনুবাদ: অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ নুরুল আলম খাঁন
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন