(সূরা ফাতেহার সাথে যে কোন সূরা মিলিয়ে পড়তে পারবেন)
. সূরা ফাতিহা .
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
الْحَمْدُلِلّٰهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيْمِ مَالِكِ يَوْمِ الدِّيْنِ إِيَّاكَ نَعْبُدُ وَ اِيَّاكَ نَسْتَعِيْنُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِيْنَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّيْنَ
উচ্চারণঃ আল্ হাম্দু লিল্লাহি রাব্বিল্ আ-লামিন্। আর-রাহমানির রাহীম। মালিকি ইয়াওমিদ্দীন। ইয়্যাকা না‘বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন্। ইহ্দিনাছ্ ছিরাত্বাল্ মুস্তাক্বীম। ছিরাতাল্ লাযীনা আন্ আমতা আলাইহিম্। গাইরিল্ মাগ্দুবি আলাইহিম্ ওয়া লাদ্ দোয়াল্লীন্।
অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহ্ তা‘আলারই জন্য, যিনি সমগ্র সৃষ্টি জগতের প্রভু। যিনি পরম করুণাময় অসীম দয়ালু। যিনি শেষ বিচারের দিনের মালিক। (হে আল্লাহ্) আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সর্বদা সরল সঠিক পথে পরিচালিত কর। তাঁদের পথে, যাদের উপর তুমি নিয়ামত প্রদান করেছ। তাদের পথে নহে, যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট।
সূরা ফীল
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ اَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَّاَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا اَبَابِيْلَ تَرْمِيْهِمْ بِحِجَارَةٍ مِّنْ سِجِّيْلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّاْكُولٍ
উচ্চারণ: আলাম্ তারা কাইফা ফা‘আলা রাব্বুকা বি আছ্হাবিল্ ফীল। আলাম্ ইয়াজ্‘আল্ কাইদা-হুম্ ফি তাদ্লীলিও ওয়া আরছালা আলাইহিম্ তোয়াইরান্ আবাবীল্। তারমীহিম্ বি হিযারাতীম্ মিন্ সিজ্জিল্। ফাজা‘আলাহুম্ কা-আছ্ফিম্ মা’কুল।
অর্থ: (হে আল্লাহর হাবীব (ﷺ)! আপনি কি দেখেন নি আপনার প্রভু হাতীর সঙ্গীদের সাথে কিরূপ ব্যবহার করেছেন? তিনি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেন নি? এবং তিনি তাদের উপর আবাবীল পাখী পাঠিয়ে ছিলেন। সেগুলো তাদের প্রতি সিজ্জিল নামক পাথর নিক্ষেপ করেছিল; অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত ঘাসের মত করে দিলেন।
সূরা কুরাইশ
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
لِإِيْلَافِ قُرَيْشٍ إِيْلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ فَلْيَعْبُدُوْا رَبَّ هَذَا الْبَيْتِ اَ لَّذِي اَطْعَمَهُمْ مِنْ جُوْعٍ وَّاٰمَنَهُمْ مِنْ خَوْفٍ
উচ্চারণ: লি-ঈলা-ফি ক্বোরাইশিন্ ঈ-লা-ফিহিম্ রিহলাতাশ্ শিতায়ি ওয়াচ্ছাইফ্। ফাল্ইয়া‘বুদু রাব্বা হাজাল্ বাইতিল্লাজী আত্‘আমাহুম্ মিন্জুয়িওঁ ওয়া আ-মানাহুম্ মিন্ খাওফ্।
অর্থ: কুরাইশদের অনুরোগের জন্য। তাদের অনুরাগ শীত ও গ্রীষ্মকালে বিদেশ ভ্রমণের জন্য। সুতরাং তাদের উচিত এ পবিত্র কা’বা ঘরের প্রতিপালকের ইবাদত করা, যিনি তাদের ক্ষুধায় অন্ন দান করেছেন এবং তাদেরকে ভয়-ভীতির কবল থেকে নিরাপত্তা দান করেছেন।
সূরা মা‘উন
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
اَرَاَيْتَ الَّذِيْ يُكَذِّبُ بِالدِّيْنِ فَذَلِكَ الَّذِيْ يَدُعُّ الْيَتِيْمَ وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِيْنِ فَوَيْلٌ لِلْمُصَلِّيْنَ الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَ الَّذِيْنَ هُمْ يُرَاءُوْنَ وَيَمْنَعُوْنَ الْمَاعُوْنَ
উচ্চারণ: আরাআইতাল্লাযী ইয়ুকায্যিবু বিদ্দীন্। ফাযা-লিকাল্লাযী ইয়াদু‘উল ইয়াতীমা ওয়ালা-ইয়াহুদ্দু ‘আলা ত্বা‘আমিল্ মিছ্কীন। ফাওয়াইলুল্ লিল্ মুছাল্লীনাল্ লাযীনা হুম্ আন্ ছালাতিহিম্ ছা-হূন। আল্লাযীনা হুম্ ইউরা-উনা ওয়া ইয়াম্নাউনাল্ মা‘ঊন।
অর্থ: (হে হাবীব (ﷺ)! আপনি কি ঐ ব্যক্তিকে দেখেছেন যে কিয়ামতকে তথা শেষ বিচারের দিনকে মিথ্যা বলে জানে? অতঃপর সে ঐ ব্যক্তি যে এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এবং সে মিস্কীনদের খাদ্য দান করতে উৎসাহ দেয় না। অতঃপর এমন নামাযীদের জন্য ধ্বংস, যারা নিজেদেরই নামায সম্পর্কে গাফিল থাকে, যারা শুধু লোকজনকে দেখায় এবং ব্যবহার্য জিনিসপত্র ধার দেয় না।
সূরা কাউছার
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
اِنَّا اَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ اِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ
উচ্চারণ: ইন্না- আ‘ত্বাইনা কাল্কাওছার। ফাছাল্লি লিরাব্বিকা ওয়ান্হার। ইন্না শা-নিআকা হুয়াল্ আব্তার।
অর্থ: নিশ্চয় আমি আপনাকে কাউছার তথা ইহলৌকিক ও পারলৌকিক প্রাচুর্য্য দান করেছি। সুতরাং আপনি আপনার প্রভুর জন্য নামায পড়তে থাকুন এবং কোরবানী দিন। নিশ্চয় যারা আপনার শত্রু তারাই নির্বংশ থাকবে।
সূরা কাফীরূন
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
قُلْ يَا أَيُّهَا الْكَافِرُوْنَ لَا أَعْبُدُ مَا تَعْبُدُوْنَ وَلَا أَنْتُمْ عَابِدُوْنَ مَا أَعْبُدُ وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ وَلَا أَنْتُمْ عَابِدُوْنَ مَا أَعْبُدُ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِيْنِ
উচ্চারণ: ক্বুল্ ইয়া-আইয়্যুহাল্ কাফিরূন। লা আ‘বুদু মা-তা‘বুদুন। ওয়া-লা-আন্তুম্ ‘আ-বিদুনা মা আ‘বুদ্। ওয়া-লা-আনা আ-বিদুম্ মা-আবাদ্তুম্। ওয়া-লা-আন্তুম্ ‘আ-বিদুনা মা-আ‘বুদ্। লাকুম দীনুকুম্ ওয়া লিয়া দীন্।
অর্থ: (হে রাসূল (ﷺ)! আপনি বলে দিন, হে কাফিরগণ! আমি তার ইবাদত করি না তোমরা যার পূজা করতেছ। আর তোমরাও তার ইবাদত কর না আমি যার ইবাদত করতেছি। আর আমি কখনও তার ইবাদত করব না তোমরা যার পূজা করতেছ। আর তোমরা তাঁর ইবাদত করবার জন্য নহে, আমি যার ইবাদত করতেছি। তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমার জন্য আমার ধর্ম।
___________________
গাউছিয়া আজিজিয়া নামায শিক্ষা
রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহ)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন