৪৭ হিজরিতে পুনরায় অভিযান: পঞ্চম অভিযান (কুস্তুনতুনিয়ার যুদ্ধে এজিদের অন্তর্ভুক্তি)



✦ ৪৭ হিজরিতে পুনরায় রোমে অভিযান পরিচালিত হয় বেদায়া ওয়ান নেহায়া ও আল কামিল গ্রন্থে একই রকম বর্ণনা এসেছে:

ثم دخلت سنة سبع واربعين- فى هذه السنة كان مشتى مالك بن هبيرة بارض الروم-

অর্থ: অতঃপর ৪৭ হিজরি সন শুরু হল। এই বৎসর মালিক বিন হুবাইরাহ রোম দেশে অভিযান পরিচালনা করেন।




৪৮, ৪৯ হিজরিতে পুনরায় অভিযান: ষষ্ঠ অভিযান
____________________
৪৮, ৪৯ হিজরিতে পুনরায় অভিযান: ষষ্ঠ অভিযান


✦ ইবনে খালদুন স্বীয় তারিখ গ্রন্থে বর্ণনা করেন এভাবে:

ثم دخلت سنة ثمان واربعين فشتى عبد الرحمن بانطاكية ايضا ودخل عبد الله بن قيس الفزارى فى تلك السنة بالطائفة وغزاهم مالك بن هبيرة فى البحر وعقبة بن عامر الجهنى فى البحر ايضا باهل مصر واهل المدينة- ثم دخل مالك بن هبيرة سنة تسع واربعين فشتى بارض الروم-

অর্থ: অতঃপর ৪৮ হিজরি শুরু হল। এই বৎসর আব্দুর রহমান ইন্তাকিয়্যাহ প্রবেশ করেন। আব্দুল্লাহ ইবনে কাইস আল ফাযারী এ সময় মালিক বিন হুবায়রাকে সাথে নিয়ে সাগর পথে অভিযান করেন। তখন উকবাহ বিন আমির আল জুহানীও এ অভিযানে ছিলেন। অতঃপর মালিক ইবনে হুবায়রা ৪৯ হিজরি সনে অভিযান পরিচালনা করে রোমে প্রবেশ করেন। (তারিখে ইবনে খালদুন)


সম্মানিত পাঠকবর্গ উল্লেখিত দীর্ঘ আলোচনা থেকে প্রমাণিত হল যে, ৩২ হিজরিতে প্রথম কুস্তুনতুনিয়ার অভিযানে এজিদতো ছিলই না। এমনকি পরবর্তীতে ৪৯ হিজরি পর্যন্ত বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানের কোনটাতেই এজিদের অন্তর্ভুক্তির কথা কোন ঐতিহাসিকগণই বলেননি।


______________

কিতাব: কুস্তুনতুনিয়ার যুদ্ধে এজিদের অন্তর্ভুক্তি
লেখকঃ হাফিজ মাওলানা মুফতি মুহাম্মদ ইকরাম উদ্দিন
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan

Post a Comment

নবীনতর পূর্বতন