কুস্তুনতুনিয়ায় তৃতীয় হামলা: ৪৪ হিজরি (কুস্তুনতুনিয়ার যুদ্ধে এজিদের অন্তর্ভুক্তি)


✦ ইবনুল আসির স্বীয় তারিখ গ্রন্থে বর্ণনা করেছেন:

ثم دخلت سنة اربع واربعين: فى هذه السنة دخل المسلمون مع عبد الرحمن بن خالد بن الوليد بلاد الروم- وغزا بسر بن ابى ارطاة فى البحر-

অর্থ: অতঃপর ৪৪ হিজরি শুরু হল। এই বৎসর মুসলমানগণ আব্দুর রহমান বিন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে রোম দেশে অভিযান পরিচালনা করেন এবং বুসর বিন আবি আরতাহ সাগর পথে আক্রমণ করেন। (আল কামিল ফিত তারিখ)

হাফিজ ইবনে কাসিরও বেদায়া ওয়ান নেহায়া গ্রন্থে একই রকম বর্ণনা করেছেন।




কুস্তুনতুনিয়া শহরে চতুর্থ অভিযান: ৪৬ হিজরিতে
____________________
কুস্তুনতুনিয়া শহরে চতুর্থ অভিযান: ৪৬ হিজরিতে


✦ আল কামিল ফিত তারিখ ও বেদায়া ওয়ান নেহায়া উভয় গ্রন্থে বর্ণিত হয়েছে এভাবে:

ثم دخلت سنة ست واربعين- فى هذه السنة كان مشى مالك بن عبد الله بارض الروم- وقيل بل كان ذالك عبد الرحمن بن خالد بن الوليد-

অর্থ: অতঃপর ৪৬ হিজরি শুরু হল। এই বৎসর মালিক বিন আব্দুল্লাহ রোম সাম্রাজ্যে অভিযান করেন। কেউ কেউ বলেছেন: এই অভিযান হয়েছিল আব্দুর রহমান বিন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে।




আবু দাউদ শরীফের বর্ণনা
____________________
আবু দাউদ শরীফের বর্ণনা


আব্দুর রহমান বিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে কুস্তুনতুনিয়ায় হামলার বর্ণনা শুধু ইতিহাসের কিতাবেই নয় বরং হাদিসের কিতাবেও এসেছে। দেখুন সিহাহ সিত্তার অন্যতম কিতাব আবু দাউদশরীফে বর্ণনা:

عن اسلم ابى عمران قال غزونا من المدينة نريد القسطنتنية- وعلى الجماعة عبد الرحمن بن خالد بن الوليد- والروم ملصقو ظهورهم بحائط المدينة-

অর্থ:  আসলাম আবু ইমরান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন: আমরা মদিনা শরীফ থেকে কুস্তুনতুনিয়া অভিমুখে যুদ্ধ যাত্রা করলাম। আমাদের সেনাপতি ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর পুত্র আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু। তখন রোমান বাহিনী শহরের দেয়ালে পিঠ লাগিয়ে যুদ্ধের জন্য দন্ডায়মান ছিল। (আবু দাউদ, কিতাবুল জিহাদ, হাদিস নং ২৫১২)।


_____________

কিতাব: কুস্তুনতুনিয়ার যুদ্ধে এজিদের অন্তর্ভুক্তি
লেখকঃ হাফিজ মাওলানা মুফতি মুহাম্মদ ইকরাম উদ্দিন
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan

Post a Comment

নবীনতর পূর্বতন