কুস্তুনতুনিয়ায় দ্বিতীয় অভিযান: ৪৩ হিজরি (কুস্তুনতুনিয়ার যুদ্ধে এজিদের অন্তর্ভুক্তি)



✦ হাফিজ ইবনে কাসির বেদায়া ওয়ান নেহায়া গ্রন্থে বলেন:

ثم دخلت سنة ثلاث واربعين- فيها غزا بسربن ابى ارطاة بلاد الروم فوغل فيها حتى بلغ مدينة قسطنتنية-

অর্থ: অতঃপর ৪৩ হিজরি শুরু হলো। এই বৎসর বুসর বিন আবি আরতাহ রোম দেশে হামলা করেন। শেষ পর্যন্ত তিনি কুস্তুনতুনিয়া পর্যন্ত পৌঁছে যান। (বেদায়া ওয়ান নেহায়া ১১/১৫৬ পৃষ্ঠা)


✦ ইবনে খালদুন স্বীয় তারিখ গ্রন্থে বর্ণনা করেছেন:

ودخل المسلمون سنة اثنتين واربعين الى بلاد الروم فهزموهم وقتلوا جماعة من البطارقة ثم دخل بسر بن ارطاة ارضهم سنة ثلاث واربعين ومشى بها وبلغ القسطنتنية-

অর্থ: মুসলমানগণ ৪২ হিজরি সনে রোম দেশে প্রবেশ করেন। তারা সেখানে হামলা করে অনেক সৈন্য হত্যা করেন। অতঃপর ৪৩ হিজরিতে বুসর বিন আরতাহ তাদের ভূমিকে আক্রমণ করেন এবং কুস্তুনতুনিয়া পর্যন্ত পৌঁছে যান। (তারিখে ইবনে খালদুন ৩য় খন্ড ১১ পৃষ্ঠা)


✦ ইমাম আবু জাফর তাবারী স্বীয় গ্রন্থে বর্ণনা করেন:

ثم دخلت سنة ثلاث واربعين: فمن ذالك غزوة بسر بن ابى ارطاة الروم ومشى بارضهم حتى بلغ القسطنتنية

অর্থ: অতঃপর ৪৩ হিজরি প্রবেশ করল। এই বৎসর বুসর বিন আবি আরতাহ রোমে আক্রমণ করেন। অতঃপর তিনি কুস্তুনতুনিয়া পর্যন্ত পৌঁছে যান। (তারিখে তাবারী ৫ম খন্ড)।


______________


কিতাব: কুস্তুনতুনিয়ার যুদ্ধে এজিদের অন্তর্ভুক্তি
লেখকঃ হাফিজ মাওলানা মুফতি মুহাম্মদ ইকরাম উদ্দিন
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan

Post a Comment

নবীনতর পূর্বতন