রাসূল (ﷺ)‘র সৃষ্টি বিষয়ক আলোচনা তাফসির নং- ৫২-৬০


(৫২) আল্লামা আবু তৈয়্যব মুহাম্মদ সাদেক কিনাযী (ওফাত.১৩০৭ হি.) উক্ত আয়াত সম্পর্কে তার তাফসিরে লিখেন-


قال الزجاج النور محمد صلى الله عليه وسلم


-‘‘ইমাম যুজ্জাজ  বলেন, উক্ত আয়াতের ‘নূর’ দ্বারা রাসূল (ﷺ) কে বুঝানো হয়েছে।’’


(ফতহুল বায়ান ফি মাকাসিদিল কুরআন, ৩/৩৭৮ পৃ.)



(৫৩) আল্লামা মোল্লা মঈন কাশেফী (رحمة الله) [ওফাত. ৯০৭ হি.] বলেন, 


قد جاءكم من الله نور وكتاب مبين گفتہ اند كہ نور حضرت رسالة پناه صلى عليہ وسلم است وكتاب مبين قران است –


-‘‘নিশ্চয়ই তোমাদের নিকট এসেছে আল্লাহর পক্ষ থেকে এক সম্মানিত নূর এবং সুস্পষ্ট কিতাব। বর্ণিত হয়েছে যে, নূর মানে হযরত রাসূলে করীম (ﷺ) এবং সুস্পষ্ট কিতাব মানে কুরআন।’’ ২৬

➥{আল্লামা মোল্লা মঈন কাশেফী : তাফসীরে হুসাইনী, ২৪২ পৃ.}



(৫৪) শাম দেশের প্রসিদ্ধ মুফতি, আল্লামা মাহমুদ বিন মুহাম্মদ বিন হামযাহ আল-হুসাইনী আল-হামাযাভী আল-হানাফী  (ওফাত. ১৩০৫ হি.) তিনি তাঁর সুপ্রসিদ্ধ তাফসীর গ্রন্থে লিখেন-


﴿قَدْ جاءَكُمْ مِنَ اللَّهِ نُورٌ﴾ هو محمد صلّى الله عليه وسلّم رسوله الأكرام


-‘‘নিশ্চয়ই তোমাদের নিকট এসেছে আল্লাহর পক্ষ থেকে এক সম্মানিত নূর, এখানে নূর বলতে রাসূলে আকরাম হযরত মুহাম্মদ (ﷺ) কে বুঝানো হয়েছে।’’


(তাফসিরে দুররুল আসরার, ১/২৬২ পৃ.)



(৫৫) আল্লামা শায়খ মুহাম্মদ বিন উমর নববী আল-জাভী [ওফাত.১৩১৬ হি.] এ আয়াতে কারীমার ব্যাখ্যায় বলেন-


قَدْ جاءَكُمْ مِنَ اللَّهِ نُورٌ أي رسول وهو محمد صلّى الله عليه وسلّم


-‘‘উক্ত আয়াতের নূর দ্বারা রাসূল তথা হযরত মুহাম্মদ (ﷺ) কে বুঝানো হয়েছে।’’


(তাফসীরে মারাহিলু লাবিদ, ১/২৫৮ পৃ. দারুল কুতুব ইলমিয়্যাহ,  বয়রুত,  লেবানন।)



(৫৬) আল্লামা শায়খ মোল্লা আবুল ফযল ফয়েজী (رحمة الله) তাফসীরে ‘সাওয়াত্বি উল ইলহামের’ প্রথম খণ্ডের ২৫২ পৃষ্ঠায় উক্ত আয়াত সম্পর্কে বলা হয়েছে,


قد جاءكم من الله نور وهو محمد صلى الله عليه وسلم –


-‘‘নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহ্ পক্ষ থেকে এসেছে এক নূর, এখানে ‘নূর’ মানে হযরত মুহাম্মদ (ﷺ)।’’



(৫৭) আল্লামা শায়খ জামালুদ্দীন কাসেমী (ওফাত. ১৩৩২ হি.] উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন-


النور، محمد صلى الله عليه وسلم كما سمي سراجا.


-‘‘নূর দ্বারা  রাসূল  (ﷺ) কেই বুঝানো হয়েছে, এজন্য তাঁর একটি নাম ‘সিরাজ’ বা প্রদীপ।’’


(মুহাসিনুল তাভীল, ৪/৯১ পৃ. দারুল কুতুব ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন।)



(৫৮) আল্লামা আহমদ বিন মুস্তফা আল-মারাগী [ওফাত.১৩৭১ হি.] এ আয়াতের তাফসীরে বলেন-


(قَدْ جاءَكُمْ مِنَ اللَّهِ نُورٌ وَكِتابٌ مُبِينٌ) النور هو النبي صلى الله عليه وسلم،


-‘‘নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহ্ পক্ষ থেকে এসেছে এক নূর, এখানে নূর হলেন রাসূল (ﷺ)।’’


(তাফসীরে মারাগী, ৬/৮০ পৃ. মিসর হতে প্রকাশিত, শামেলা)



(৫৯) আল্লামা শায়খ ইউসূফ বিন ইসমাঈল নাবহানী (رحمة الله) [ওফাত. ১৩৫০ হি.] তাঁর “জাওয়াহিরুল বিহার” গ্রন্থের ৪/২৫১ পৃষ্ঠায় উক্ত আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন-


قال الله تعالى (قد جاءكم من الله نور) يعنى محمدا صلى الله عليه وسلم (وكتاب مبين) يعنى القران


-‘‘মহান রব ইরশাদ করেন, নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহ্ পক্ষ থেকে এসেছে এক নূর, এখানে ‘নূর’ দ্বারা উদ্দেশ্য হযরত মুহাম্মদ (ﷺ), আর কিতাবুম মুবীম দ্বারা ‘কুরআন’ বুঝানো উদ্দেশ্য।’’



(৬০) আল্লামা সাভী আল-মালেকী (رحمة الله) [ওফাত. ১২৪১হি.] উক্ত আয়াতের তাফসীরে বলেন, 


قد جاءكم من الله نور وهو النبى صلى الله عليه وسلم اى اسمى نور لانه ينور البصائر ويهديها للارشاد ولانه اصل كل نور حسى ومعنوى


-‘‘নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর। আর সেই নূর হলো নবী করীম (ﷺ)। তাকে নূর এজন্য বলা হয়েছে যে, তিনি অন্তর্দৃষ্টিগুলোকে আলোকিত করেন এবং সেগুলোকে সঠিক পথ প্রদর্শন করেন। তদুপরি, সেটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য ও ভাবগত প্রতিটি নূরের মূল।’’ ২৭

➥{আল্লামা ইমাম সাভী : তাফসীরে সাভী আলাল জালালাইন : ১/২৫৮ পৃ. মুস্তফা আল বাব, মিশর।}


━━━━━━━━━━━━━━━━
🌍 তথ্যসূত্রঃ [শহিদুল্লাহ বাহাদুর গ্রন্থসমগ্র এপ্স]
ডাউনলোড লিংকঃ bit.ly/Sohidullah
অথবা, এপ্সটি পেতে প্লে স্টোরে সার্চ করুন।

Post a Comment

নবীনতর পূর্বতন