নবীজির মু'জিযা
(১০৭)
------------
বৃষ্টিতে কাপড় ভিজেনি:
❏ একজন সাহাবী বর্ণনা করেন, আমি মদীনায় এসে ইসলাম গ্রহণ করে নবী করিম (ﷺ)’র মজলিশে সর্বদা উপস্থিত থাকতাম। তিনি সন্ধ্যা ও এশা’র মধ্যবর্তী আমাদেরকে ইসলামের আদব ও নিয়মাবলী শিক্ষা দিতেন। এক রাতে প্রচন্ড বজ্রপাত, প্রবলবেগে বাতাস প্রবাহিত এবং মুসলধারে বৃষ্টিপাত হচ্ছিল। উপস্থিত লােকেরা বলল, আমরা বাড়ীতে যাবাে কিভাবে? তিনি বললেন, আমি তােমাদেরকে তােমাদের ঘরে এমন ভাবে পৌঁছিয়ে দেব যাতে বৃষ্টি তােমাদের কষ্ট দেবেনা।
আমরা নামায শেষ করলে তিনি বললেন, উঠ, আমরা উঠে মসজিদের বাইরে আসলাম, দেখলাম, আকাশ খুবই অন্ধকার এবং প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। তিনি আদেশ দিলেন, তােমরা সামনের দিকে অগ্রসর হও। আমরা প্রত্যেকেই আপন ঘরে পৌঁছে গেলাম কিন্তু কারাে কাপড় পর্যন্ত ভিজেনি। ●153
_____________________________
🔺১৫৩. আব্দুর রহমান জামী (رحمة الله) (৮৯৮হি.), শাওয়াহেদুন নবুয়ত, উর্দু, বেরেলী, পৃ:১৯৪)।
+++++++
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন