নবীজির মু'জিযা
(১০৬)
------------
বাগানের ফলের পরিমাণ বলে দেওয়া
❏ ইমাম মুসলিম (رحمة الله) আবু হুমাইদ (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা তাবুক অভিযানে নবী করিম (ﷺ) এর সাথে রওয়ানা হলাম। আমরা ওয়াদিয়ে কুরায় এক মহিলার বাগানে পৌঁছলাম। রাসূল (ﷺ) বললেন, এই বাগানে কত ফল হবে তােমরা অনুমান কর। আমরা একেক জনে একেক রকম অনুমান করলাম কিন্তু রাসূল (ﷺ) এর অনুমানে দশ ওসক নির্ধারিত হল। তিনি মহিলাকে বললেন, ইনশাল্লাহ, আমরা ফিরে আসা পর্যন্ত এর পরিমাণ মনে রাখবে।
তারপর সম্মুখে চললাম এবং তাবুকে পৌঁছলাম। রাসূল (ﷺ) বলেছেন, আজ রাতে প্রচন্ড অন্ধকার ও প্রবল বেগে বাতাস প্রবাহিত হবে। তােমাদের কেউ তাতে দাঁড়াতে পারবে না। আর যাদের উট আছে তারা যেন উটকে শক্ত করে বেঁধে রাখে। অতঃপর তিনি যেরূপ বলেছেন ঠিক সেরূপ হল। ঘন অন্ধকার প্রচণ্ড তুফান হল। এক ব্যক্তি দাঁড়ালে বাতাস তাকে উড়িয়ে নিয়ে তাই পাহাড়ে ফেলে দিয়েছে।
অতঃপর আমরা তাবুক থেকে ফিরে আসার পথে আবার ওয়াদিয়ে কুরায় পৌঁছলে রাসূল (ﷺ) ঐ মহিলাকে বাগানের ফলের পরিমাণ সম্পর্কে জানতে চাইলে সে বলল, পূর্ণ দশ ওসকই হয়েছিল।
🔺১৫৪. ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড:১ম পৃ:৪৫৮)।
+++++++++
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন