নবীজির মু'জিযা
(১০৫)
------------
নব্বই বছর বয়সেও দাঁত নড়েনি
❏ ইবনে মুনদাহ (رحمة الله), ইবনুস সকন (رحمة الله) ও আবু নঈম (رحمة الله) বুজাইরাহ ইবনে বুজাইরা (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ) খালেদ বিন ওয়ালিদ কে দুমাতুল জান্দালের খৃষ্টান বাদশা আকীদার’র বিরুদ্ধে অভিযানে পাঠালেন। সেই সৈন্যদলে আমিও ছিলাম। রাসূল (ﷺ) খালেদ কে বললেন, তােমরা তাকে গাভী শিকারে রত দেখবে। আমরা চাঁদনী রাতে রাসূল (ﷺ) যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই পেলাম। আমরা তাকে গ্রেফতার করে যখন হুযূর (ﷺ)’র নিকট আনলাম তখন আমি কয়েকটি কবিতা আবৃতি করলাম। তন্মধ্যে একটি হল,
تبارك سائق البقرات الني + رأيت اللّٰه يهدي كل هاد
গাভীগুলাের চালক বরকত মণ্ডিত। আমি দেখছি আল্লাহ প্রত্যেক হাদী (গাভী চালক) কে পথ প্রদর্শন করেন। তখন নবী করিম (ﷺ) বললেন,
لا یقضض اللّٰه فاك
আল্লাহ তােমার চেহরা নষ্ট করুক। অতএব বুজাইরার বয়স নব্বই বছর অতিক্রম করেছে কিন্তু একটি দাঁতও নড়েনি। ●158
_____________________________
🔺১৫৮. ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড:১ম পৃ:৪৬২)।
+++++++++
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন