মু'জিযাতুর রসূল ﷺ


নবীজির মু'জিযা
(১০৪)
---------

হযরত ওমর (رضي الله عنه)’র খাবারে বরকত


❏ হযরত দাকীর ইবনে সাঈদ (رضي الله عنه) বর্ণনা করেন, তিনি বলেন, আমরা চারশ ব্যক্তি রাসূল (ﷺ)'র নিকট খাবারের জন্য আসছি। তিনি হযরত ওমর (رضي الله عنه) কে বললেন, হে ওমর! তুমি তাদেরকে খাবার খাওয়াও এবং অতিরিক্ত কিছু দাও। তিনি আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ! আমার কাছে তাে মাত্র কয়েক সের খেজুর আছে যা আমার পরিবারের জন্য রেখেছি। হযরত আবু বকর সিদ্দিক (رضي الله عنه) বললেন, হে ওমর! তুমি রাসূল (ﷺ)'র হুকুম শুন, আর বাস্তবায়ন কর। হযরত ওমর (رضي الله عنه) বললেন, হুযুরের আদেশ তাে শিরােধার্য- এই বলে তিনি ঘরে গিয়ে চাবি নিয়ে দরজা খুলে সবাইকে বললেন, তােমরা প্রবেশ কর। এতে সবাই ঘরে প্রবেশ করল আর আমি ছিলাম সবার পেছনে। হযরত ওমর (رضي الله عنه) বললেন


خذوا فاخذ كل رجل منهم ما احب ثم التفت اليه واني اخر القوم وكأنا لم نرزأ تمرة


তােমরা নাও, সুতরাং প্রত্যেকেই চাহিদা মােতাবেক খেল এবং নিয়ে নিল। আমি খাবারের দিকে তাকালাম, দেখলাম দস্তরখানায় একটি খেজুরও কমেনি অথচ আমি ছিলাম সর্বশেষ খাবার গ্রহণকারী। ●160

_____________________________

🔺১৬০. আবু নঈম ইস্পাহানী  (رحمة الله) (১৩৫০হি.), দালায়েলুন নবুয়ত, উর্দূ, দিল্লী, পৃ-৩৮২)


❏ হযরত আবু হােরাইরা (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলাল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, আমার উম্মত থেকে কিছুলােক দল বেঁধে বেহেশতে প্রবেশ করবে। আর তারা হবে সংখ্যায় সত্তর হাজার, তাদের চেহারাগুলাে পূর্ণিমার চাঁদের আলাের ন্যায় উজ্জ্বল থাকবে। হযরত আবু হােরাইরা (رضي الله عنه) বলেন, এতদশ্রবণে উক্কাশ ইবনে মিহসান আসাদী তাঁর গায়ের চাদর উঠাতে উঠাতে দাঁড়ালেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার জন্য দোয়া করুন, আল্লাহ তায়ালা যেন আমাকে তাঁদের অন্তর্ভুক্ত করেন। রাসূলাল্লাহ (ﷺ) দোয়া করলেন, হে আল্লাহ! আপনি একে তাদের অন্তর্ভুক্ত করুন। এরপর আনসার সম্প্রদায়ের এক লােক দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর নিকট দোয়া করুন, তিনি যেন আমাকে ও তাদের অন্তর্ভুক্ত করেন। নবী করিম (ﷺ) বললেন, উক্কাশা তাে উক্ত দোয়ার ব্যাপারে তােমার চেয়ে অগ্রগামী হয়ে গিয়েছে। ●161

_____________________________

🔺১৬১. ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী  (رحمة الله) (২৫৬হি.), সহীহ বুখারী শরীফ, আরবী, ইউপি, ইন্ডিয়া, খন্ড:২য় পৃ:৯৬৮, হাদিস নং ৬০৯৯)।

+++++++++

বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)

হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি

আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন