নবীজির মু'জিযা
(১০৮)
--------------
হযরত ওয়ায়েছ করণী (رحمة الله) পরিচয় প্রদান
❏ ইমাম মুসলিম (رحمة الله) হযরত ওমর (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ) আমাদেরকে বলেছেন, তােমাদের কাছে ইয়েমন থেকে একজন লােক আসবে। ইয়েমনে শুধু তার ছাড়া আর কেউ থাকবে না। তার শরীরে সাদা দাগ থাকবে। সে আল্লাহর কাছে তা দূরীভূত হওয়ার জন্য দোয়া করবে আর আল্লাহ তার দোয়ায় তা দূরীভূত করে দেবেন তবে এক দীনার পরিমাণ স্থানে সাদা দাগ থেকে যাবে। তার নাম হবে ওয়ায়েছ। যে ব্যক্তি তার সাক্ষাত পাবে সে যেন নিজের জন্য তাকে দিয়ে দোয়া করায়ে নেয়। ●152
_____________________________
🔺১৫২. ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড:২য় পৃ:২২০)।
+++++++++
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন