নবীজির মু'জিযা
(১০৯)
--------------
আজীবন মুখ বাঁকা থাকা
❏ ইমাম হাকেম (رحمة الله), বায়হাকী (رحمة الله) ও তাবরানী (رحمة الله) হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর সিদ্দিক (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, হাকেম ইবনে আবিল আস রাসূল (ﷺ)'র মজলিসে বসত। যখন তিনি কথা বলতেন তখন সে (ঠাট্টা করে) তার মুখ বাঁকা করত। এ ব্যাপারে তিনি অবগত হলে তাকে বলেন- کن کذالك তুমি এরূপই হবে। অতঃপর সে মৃত্যু পর্যন্ত সর্বদা মুখ বাঁকা অবস্থায় ছিল। ●149
_____________________________
🔺১৪৯. ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড:২য় পৃ:১৩২
❏ ইমাম বায়হাকী (رحمة الله) হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, একদিন নবী করিম (ﷺ) খােতবা দিচ্ছিলেন আর জনৈক ব্যক্তি তাঁর পেছন থেকে তাঁকে ব্যঙ্গ করে তাঁর মতাে করতেছে। তিনি বললেন, তুমি সেরূপ হয়ে যাও। লােকেরা তাকে তুলে তার ঘরে নিয়ে গেল। সে দু'মাস যাবৎ বেঁহুশ ছিল। তারপর যখনই জ্ঞান ফিরে আসত তখন। সেরূপই থাকত যে রূপ নবী করিম (ﷺ) বলেছিলেন। ●150
_____________________________
🔺১৫০. ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড:২য় পৃ:১৩২)।
+++++++
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন