নবীজির মু'জিযা
(১১০)
-------------
একাকী বের হতে নিষেধ করা
❏ ইমাম বায়হাকী ও ইবনে ইসহাক (رحمة الله) হযরত সাহল ইবনে সা'দ (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তাবুক অভিযানে নবী করিম এ যখন ‘হাজার’ নামক স্থানে অবস্থান করেন তখন বলেছিলেন, আজ রাতে তােমরা কেউ সঙ্গী ছাড়া একাকী বের হইও না। দু’ব্যক্তি ছাড়া সকলেই তাঁর পাক কথা আমল করেছে। দু’জন থেকে একজন প্রাকৃতিক প্রয়ােজনে একা বের হয়েছে অপর ব্যক্তি উট খোঁজার জন্য বের হয়েছে।
অতঃপর সে প্রাকৃতিক প্রয়ােজনে গিয়েছিল তাকে সেখানেই গলা টিপে দেওয়া হয়েছে আর যে উট খোঁজতে গিয়েছিল তাকে বাতাসে উড়ে নিয়ে 'তাই' নামক পাহাড়ে নিক্ষেপ করেছে। এ ব্যাপারে রাসূল (ﷺ) কে অবহিত করা হলে তিনি বলেন, আমি তােমাদেরকে সঙ্গী ছাড়া একাকী বের হতে নিষেধ করিনি? অতঃপর যাকে মলমূত্র ত্যাগের স্থানে গলা টিপে দেওয়া হয়েছিল তার জন্য দোয়া করলেন ফলে সে ভাল হয়ে গেল আর যে উট খোঁজার জন্য গিয়েছিল সে হুযুর (ﷺ) এর কাছে ঐ সময় আসল যখন তিনি তাবুক থেকে ফিরে আসেন। ●155
_____________________________
🔺১৫৫. ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী (رحمة الله) (১১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড:১ম পৃ:৪৫৯)।
++++++
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন