মু'জিযাতুর রসূল ﷺ


নবীজির মু'জিযা
(১১১)
-----------

কবরে লাশ গ্রহণ না করা


❏ ইমাম বুখারী (رحمة الله), মুসলিম (رحمة الله), ইমাম আহমদ (رحمة الله), বায়হাকী (رحمة الله) ও আবু নঈম  (رحمة الله) হযরত আনাস (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, জনৈক ব্যক্তি রাসূল (ﷺ)'র ওহী লিখত। সে তাঁর সামনে علیمًا حکیمَا লিখতে আর তিনি তাকে বলতেন তুমি سمیعًا بصیرَا লিখ। সে বলত, আপনি যেরূপ বলেছেন সে রূপই লিখতেছি। সে রাসূল (ﷺ) এর সামনে سمیعا بصیرَا লিখতে পরে عالیما حکیمًا করে দিত। পরবর্তীতে এই ব্যক্তি মুরতাদ হয়ে মুশরিকদের সাথে মিলে গিয়েছিল আর বলেছিল, আমি মুহাম্মদের চেয়ে বড় জ্ঞানী। আমি যা চাইতাম তাই লিখে দিতাম।

     

লােকটি মারা গেলে রাসূল (ﷺ) এরশাদ করেন, মাটি তাকে গ্রহণ করবেনা। তাকে দাফন করা হলে মাটি তাকে গ্রহণ করেনি। হযরত আবু তালহা (رضي الله عنه) বলেন, তাকে যেখানে দাফন করা হয়েছিল আমি সেখানে গিয়েছিলাম এবং দেখলাম সে কবরে মাটির বাইরে পড়ে রয়েছে। আমি উপস্থিত লােকদের কাছে জিজ্ঞেস করলাম, এর কারণ কি? তারা বলল, دفناه فلم تقبله الارض আমরা তাকে দাফন করেছি, কিন্তু মাটি তাকে গ্রহণ করেনি। ●147

_____________________________

🔺১৪৭. ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী  (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড:২য় পৃ:১৩১)।

++++++++

বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)

হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি

আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন