মু'জিযাতুর রসূল ﷺ

নবীজির মু'জিযা
(৩৭)
+++++++

রক্ত মােবারক পানে জাহান্নামের আগুন হারাম হওয়া

----------------

❏ ইমাম দারে কুতনী  (رحمة الله) হযরত আসমা বিনতে আবি বকর (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, নবী করিম (ﷺ) একদা সিঙ্গা লাগিয়ে রক্ত বের করে আমার ছেলেকে রাখতে দেন। সে রক্ত পান করে ফেলল। হযরত জিব্রাঈল (عليه السلام) এসে এ ব্যাপারে তাঁকে অবহিত করলে তিনি জিজ্ঞেস করলেন তুমি কি করেছ? সে উত্তর দিল আপনার রক্ত মােবারক মাটিতে ফেলে দেওয়া আমার পছন্দ হয়নি তাই আমি তা পান করে ফেলেছি। তখন নবী করিম এরশাদ করেন-

لا تمسك النار.

তােমাকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। আর তিনি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন


ويل للناس منك وويل لك من الناس. ৩২০

_____________________________

320.{ইমাম জালাল উদ্দিন সুয়ূতী  (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড:২য় পৃ:৪৪০}

+++++++++

হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি বইসমগ্র
এপ্স টি তে রয়েছে
চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত,
শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা(رحمة الله) ও
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
👉https://play.google.com/store/apps/details?id=sunniencyclopedia.blogspot.com.usmangoniall
🌬যাজাকাল্লাহু খাইরান

Post a Comment

নবীনতর পূর্বতন