নবীজির মু'জিযা
(৩৬)
+++++++
রাসূল (ﷺ)’র রক্ত প্রসংশিত হওয়া-
-------------------
❏ ইমাম হাকেম (رحمة الله) হযরত আবু সাঈদ খুদুরী (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, উহুদ যুদ্ধের দিন রাসূল (ﷺ)র মাথা মােবারকে আঘাত লেগেছিল। আমার পিতা এসে তাঁর মাথা মােবারক থেকে নির্গত রক্ত মােবারক মুখে চুসে নিয়ে পান করে ফেলল। তখন তিনি এরশাদ করেন, কেউ যদি এমন ব্যক্তি দেখতে চায় যার রক্তের সাথে আমার রক্ত মিশে গিয়েছে তাহলে সে যেন মালেক ইবনে সানান (رضي الله عنه) কে দেখে নেয়। তাবরানী’র অপর বর্ণনায় আছে, তার রক্ত আমার রক্তের সাথে মিশে গেল। আর তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না।” ৩২১
_____________________________
321.{ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ুতী (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড:২য় পৃ:৪৪১}
+++++++++
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি বইসমগ্র
এপ্স টি তে রয়েছে
চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত,
শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা(رحمة الله) ও
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
👉https://play.google.com/store/apps/details?id=sunniencyclopedia.blogspot.com.usmangoniall
🌬যাজাকাল্লাহু খাইরান
(৩৬)
+++++++
রাসূল (ﷺ)’র রক্ত প্রসংশিত হওয়া-
-------------------
❏ ইমাম হাকেম (رحمة الله) হযরত আবু সাঈদ খুদুরী (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, উহুদ যুদ্ধের দিন রাসূল (ﷺ)র মাথা মােবারকে আঘাত লেগেছিল। আমার পিতা এসে তাঁর মাথা মােবারক থেকে নির্গত রক্ত মােবারক মুখে চুসে নিয়ে পান করে ফেলল। তখন তিনি এরশাদ করেন, কেউ যদি এমন ব্যক্তি দেখতে চায় যার রক্তের সাথে আমার রক্ত মিশে গিয়েছে তাহলে সে যেন মালেক ইবনে সানান (رضي الله عنه) কে দেখে নেয়। তাবরানী’র অপর বর্ণনায় আছে, তার রক্ত আমার রক্তের সাথে মিশে গেল। আর তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না।” ৩২১
_____________________________
321.{ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ুতী (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড:২য় পৃ:৪৪১}
+++++++++
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি বইসমগ্র
এপ্স টি তে রয়েছে
চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত,
শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা(رحمة الله) ও
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
👉https://play.google.com/store/apps/details?id=sunniencyclopedia.blogspot.com.usmangoniall
🌬যাজাকাল্লাহু খাইরান
একটি মন্তব্য পোস্ট করুন