১৩- بَابُ مَا جَاءَ فِي فَضْلِ إِبْرَاهِيْمَ وَعَلْقَمَةَ وَعَبْدِ اللهِ
٣٨٦- زُفَرُ قَالَ: سَمِعْتُ أَبَا حَنِيْفَةَ، يَقُوْلُ: سَمِعْتُ حَمَّادًا، يَقُوْلُ: كُنْتُ إِذَا نَظَرَتُ إِلَى ابْرَاهِيْمَ، فَكُلُّ مَنْ رَأَىٰ هَدْيَهُ، يَقُوْلُ: كَانَ هَدْيُهُ هَدْيَ عَلْقَمَةَ، وَيَقُوْلُ: مَنْ رَأَىٰ عَلْقَمَةَ، يَقُوْلُ: كَانَ هَدْيُهُ هَدْيَ عَبْدِ اللهِ، وَيَقُوْلُ مَنْ رَأَىٰ هَدْيَ عَبْدِ اللهِ: كَانَ هَدْيُهُ هَدْيَ رَسُوْلِ اللهِ .
বাব নং ১৯৫. ১৩. হযরত ইব্রাহীম, আলকামা এবং আব্দুল্লাহ (رحمة الله)’র ফযীলত
৩৮৬. অনুবাদ: যুফার বলেন, আমি আবু হানিফাকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি হাম্মাদকে বলতে শুনেছি যে, আমি যখন ্ইব্রাহীম নখঈ (رحمة الله)কে দেখলাম, তখন তাঁর স্বভাব-চরিত্র প্রত্যক্ষকারী প্রত্যেকেই বলতেন, তাঁর স্বভাব-চরিত্র আলকামা (رضي الله عنه)’র মত। আর যারা আলকামা (رحمة الله)কে দেখতেন, তারা বলতেন, তাঁর স্বভাব-চরিত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ (رضي الله عنه)’র মত। আর যারা আব্দুল্লাহ ইবনে মাসউদ (رضي الله عنه)কে দেখতেন তারা বলতেন, তাঁর স্বভাব-চরিত্র রাসূল (ﷺ) ’র স্বভাব চরিত্রের মত।
+++++++++
কিতাবঃ শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা
[ইমাম আবু হানিফা (রহ.) এর সংকলিত কিতাব মুসনাদে ইমামে আজমের ব্যাখ্যাগ্রন্থ]
ব্যাখ্যাকারঃ হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষকঃ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া
ষোলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন