হযরত ইমাম আবু হানিফা (رحمة الله)’র ফযীলত


১৪- بَابُ مَا جَاءَ فِي فَضْلِ أَبيْ حَنِيْفَةَ رَحِمَهُ اللهُ تَعَالَىٰ

٣٨٧- أَبُوْ حَمْزَةَ الْأَنْصَارِيُّ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ دَاوُدَ، يَقُوْلُ لِأَبِيْ حَنِيْفَةَ: مَنْ أَدْرَكْتَ مِنَ الْكُبَرَاءِ؟ قَالَ: الْقَاسِمَ، وَسَالِمًا، وَطَاوُسًا، وَعِكْرِمَةَ، وَعَبْدَ اللهِ بْنَ دِيْنَارٍ، وَالْـحَسَنَ الْبَصْرِيَّ، وَعَمْرَو بْنَ دِيْنَارٍ، وَأَبَا الزُّبَيْرِ، وَعَطَاءً، وَقَتَادَةَ، وَإِبْرَاهِيْمَ، وَالشَّعْبِيَّ، وَنَافِعًا، وَأَمْثَالَـهُمْ

বাব নং ১৯৬. ১৪. হযরত ইমাম আবু হানিফা (رحمة الله)’র ফযীলত

৩৮৭. অনুবাদ: আবু হামযাহ আনসারী থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে দাউদকে বলতে শুনেছি, তিনি হযরত ইমাম আবু হানিফা (رحمة الله)কে জিজ্ঞাসা করেন, আপনি প্রথম সারির তাবেঈগণের মধ্যে কাকে কাকে পেয়েছিলেন? উত্তরে তিনি বলেন, কাসেম, সালেম, তাউস, ইকরামা, মকহুল, আব্দুল্লাহ ইবনে দীনার, হাসান বসরী, আমর ইবনে দীনার, আবু যুবাইর, আতা, কাতাদাহ, ইব্রাহীম নখঈ, শা’বী ও নাফে (رحمة الله) প্রমূখ মনীষীদের।

ব্যাখ্যা: বর্ণিত আছে যে, ইমাম আবু হানিফা (رحمة الله)’র উস্তাদের সংখ্যা চার হাজার এবং ছাত্র ছিল অসংখ্য। (তাঁর ফযীলত সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই গ্রন্থের শুরুতে তাঁর জীবনী দেখুন)।
+++++++++
কিতাবঃ শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা 
[ইমাম আবু হানিফা (রহ.) এর সংকলিত কিতাব মুসনাদে ইমামে আজমের ব্যাখ্যাগ্রন্থ]
ব্যাখ্যাকারঃ হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষকঃ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া
ষোলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন