১২- بَابُ مَا جَاءَ فِي فَضْلِ الشَّعَبِيِّ رَحِمَهُ اللهُ تَعَالَىٰ
٣٨٤- أَبُوْ حَنِيْفَةَ: عَنِ الْـهَيْثَمِ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، قَالَ: كَانَ يُحَدِّثُ عَنِ الْـمَغَازِيْ، وَابْنُ عُمَرَ يَسْمَعُهُ، قَالَ حِيْنَ يَسْمَعُ حَدِيْثَهُ: إِنَّهُ يُحَدِّثُ كَأَنَّهُ شَهِدَ الْقَوْمَ.
বাব নং ১৯৪. ১২. হযরত শা’বী (رحمة الله)’র ফযীলত
৩৮৪. অনুবাদ: ইমাম আবু হানিফা হায়শাম থেকে, তিনি আমের শা’বী থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যখন তিনি মাগাযী তথা যুদ্ধ সম্পর্কে বর্ণনা করতেন তখন ইবনে ওমর (رضي الله عنه) শুনতেন। শুনার সময় বলতেন, তিনি এমন ভাবে বর্ণনা করতেন, যেন তিনি যুদ্ধে অংশগ্রহণকারীদের সাথে ছিলেন।
٣٨٥- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ دَاوُدَ بْنِ أَبِيْ هِنْدٍ، عَنْ عَامِرٍ، أَنَّهُ كَانَ يُحَدِّثُ عَنْ مَغَازِيْ رَسُوْلِ اللهِ فِيْ حَلَقَةٍ فِيْهَا ابْنُ عُمَرَ، فَقَالَ: إِنَّهُ لَيُحَدِّثُ كَأَنَّهُ شَهِدَ الْقَوْمَ.
৩৮৫. অনুবাদ: ইমাম আবু হানিফা দাউদ ইবনে আবু হিন্দ থেকে, আমের শা’বী সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি রাসূল (ﷺ) ’র যুদ্ধ সম্পর্কে এরূপ মজলিসে বর্ণনা করতেন, যেখানে ইবনে ওমর (رضي الله عنه) উপস্থিত থাকতেন। ইবনে ওমর (رضي الله عنه) শা’বীর বর্ণনা শুনে বলতেন, সে এমন এমন (যুদ্ধ সম্পর্কে) হাদিস বর্ণনা করতেছে যেন সে নিজেই যুদ্ধে উপস্থিত ছিল।
+++++++
কিতাবঃ শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা
[ইমাম আবু হানিফা (রহ.) এর সংকলিত কিতাব মুসনাদে ইমামে আজমের ব্যাখ্যাগ্রন্থ]
ব্যাখ্যাকারঃ হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষকঃ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া
ষোলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন