তাঁর বিশিষ্ট কয়েকজন ছাত্রের নামঃ
ইমাম আবু হানিফা (رحمة الله) উস্তাদ হাম্মাদের ইন্তেকালের পর উস্তাদের হালকায়ে দরসের স্থলাভিষিক্ত হন। অল্প দিনের মধ্যে তাঁর দরস-তদরীসের সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে জ্ঞান পিপাসু ছাত্রগণ তাঁর দরসে অংশ গ্রহণ করতে থাকেন। তৎকালে অন্য কোন মুহাদ্দীস বা ফকীহর এত সংখ্যক ছাত্র ছিলনা। মক্কা মুয়াযযমা, মদীনা মুনাওয়ারা, দামেশক, বসরা, কূফা, ওয়াসিত, মু’সিল, জাযীরা, রিককা, রামাল্লাহ, মিসর, ইয়েমেন, বাহরাইন, বাগদাদ, আহওয়ায, কিরমান, ইস্কাহান, হালওয়ান, হামদান, দাগমান, তাবারিস্থান, জুরযান, সারাখ্স, নিশাপুর, বুখারা, সমরকন্দ, তিরমিয, বলখ, কুহিস্থান, খাওয়ারিজম, সিজিস্থান, মাদইয়ান, হিম্স ইত্যাদি এলাকার সহস্র শিক্ষার্থী ইমাম আ‘যমের দরসে শরীক হন, এবং কুরআন, হাদীস, ফিকহ সহ অন্যান্য বিষয়ে শিক্ষা লাভ করেন।
ইমাম আ‘যমের ছাত্রদের মধ্যে বহুসংখ্যক কুরআন বিশেষজ্ঞ, ফকীহ, মুহাদ্দিস ও বিচারক ছিলেন। তাঁর প্রসিদ্ধ ছাত্রদের মধ্যে-
১.কাযী আবু ইউসুফ (১৮৩ হি.),
২. মুহাম্মদ ইবনে হাসান আস শায়বানী (১৮৯হি.),
৩.যুফার, (১৫৮হি.),
৪. হাম্মাদ ইবনে আবু হানিফা (১৭৬হি.),
৫. হাসান ইবনে যিয়াদ, (২০৪ হি.)
৬. আবু ইসমাত নূহ ইবনে মরিয়ম (১৭৩হি.),
৭. কাযী আসাদ ইবনে আমর,
৮. হাকাম ইবনে আব্দুল্লাহ বালখী,
৯.ফযল ইবনে মুসা (১৯২হি.),
১০. মুগীরা ইবনে মিকসাম,
১১. যাকারিয়া ইবনে আবু যায়দা,
১২. আসাদ ইবনে উমর (১৮৮হি.)
১৩. মিসআর ইবনে কুদাম,
১৪. সুফিয়ান সওরী,
১৫. মালিক ইবনে মিগওয়াল,
১৬. ইউসুফ ইবনে খালিদ (১৮৯হি.),
১৭. ইউনুস ইবনে আবু ইসহাক,
১৮. দাউদ তাঈ, (১৬০হি.),
১৯. আফিয়া ইবনে ইয়াযিদ (১৬০হি.),
২০. মিন্দাল ইবনে আলী (১৬০হি.),
২১. হাসান ইবনে সালিহ,
২২.আবু বকর ইবনে আইয়্যাশ,
২৩.ঈসা ইবনে ইউনুস,
২৪.আলী ইবনে মুসায়েব (১৮৯হি.),
২৫.হাফস ইবনে গিয়াস (১৯৪হি.),
২৬. ইয়াহিয়া ইবনে যাকারিয়া (১৮২হি.),
২৭.আবুল আসীম নাবীল (২১২হি.),
২৮. জারীর ইবনে আব্দুল হামিদ,
২৯.আব্দুল্লাহ ইবনে মুবারক (১৮১হি.),
৩০. ওয়াকী ইবনুল জাররাহ (১৮৭হি.),
৩১. হাব্বান ইবনে আলী (১৭২হি.),
৩২.আবু ইসহাক ফাযারী,
৩৩. ইয়াযিদ ইবনে হারূন (২০৬হি.),
৩৪. আব্দুর রাজ্জাক ইবনে ইব্রাহীম,
৩৫. আব্দুর রাজ্জাক হাম্মাদ সা’আনী,
৩৬. আব্দুর রহমান আল মুকরী,
৩৭. হায়শাম ইবনে বশীর,
৩৮. কাসিম ইবনে মা’আন(১৭৫হি.),
৩৯.আলী ইবনে আসীম,
৪০. ইয়াহিয়া ইবনে সাঈদ কাত্তান (১৯৮হি.),
৪১ জাফর ইবনে আউন,
৪২. ইব্রাহীম ইবনে তাহমান (১৬৯ হি.),
৪৩. হামযা ইবনে হাবীব (১৫৮ হি.),
৪৪. ইয়াযীদ ইবনে রাফী,
৪৫. যুবায়ের,
৪৬. ইয়াহিয়া ইবনে ইয়ামান,
৪৭. খারিজা ইবনে মুস’আব,
৪৮. মুস’আব ইবনে কুদাম ও
৪৯. রাবীয়া ইবনে আব্দুর রহমান রাঈ আল মাদানী (رحمة الله)।
➥ ফিকহে হানাফীর ইতিহাস ও দর্শন, পৃৃ, ১৩০-৩১ ইফাবা।
++++++++
কিতাবঃ শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা
[ইমাম আবু হানিফা (রহ.) এর সংকলিত কিতাব মুসনাদে ইমামে আজমের ব্যাখ্যাগ্রন্থ]
ব্যাখ্যাকারঃ হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষকঃ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া
ষোলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন