তাঁর বিশিষ্ট কয়েকজন উস্তাদের নামঃ
ইমাম আবু হানিফা (رحمة الله) সাহাবী সহ উল্লেখযোগ্য তাবেঈগণ থেকে ইলমে হাদিস অর্জন করেন, যাদেরকে হাদিস শাস্ত্রের ইমাম ও হুজ্জত হিসাবে গণ্য করা হয়। সদরুল আইম্মা ইমাম মুয়াফ্ফিক (رحمة الله) আবু আব্দুল্লাহ ইবনে হাফ্সের উদ্ধৃৃতি দিয়ে তাঁর উস্তাদের সংখ্যা চার হাজার উল্লেখ করেছেন।
➥ ইমাম মুয়াফিফক ইবনে আহমদ (رحمة الله) (৫৬৮হিঃ), মানাকিবে ইমাম আ‘যম, খন্ড ১, পৃষ্ঠাঃ ৩৮
বিভিন্ন মুহাদ্দিসগণ যেসব প্রসিদ্ধ উস্তাদগণের নাম উল্লেখ করেছেন, তাঁদের মধ্যে দু’জন সাহাবী তথা হযরত আনাস ও হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা (رضي الله عنه) হলেন অন্যতম। হাফেয ইবনে হাজার আসকালানী (رحمة الله) নিন্মোক্ত উস্তাদগণের নাম উল্লেখ করেছেন।
১. আতা ইবনে রাবাহ মক্কী (১১৪হি.)
২. আসিম ইবনে আবিন নজওয়াদ কূফী,
৩. আলকামা ইবনে মারসাদ কূফী,
৪. হাম্মাদ ইবনে আবি সোলায়মান (১২০হি.)
৫. হাকাম ইবনে কুতাইবা কূফী
৬. সালমা ইবনে কুহাইল কূফী
৭. আবু জাফর মুহাম্মদ ইবনে আলী তথা ইমাম বাকির (১১৪ হি.)
৮. আলী ইবনে আহমার বা আকমার কূফী
৯. যিয়াদ ইবনে আলকা কূফী,
১০. সাঈদ ইবনে মসরূক সওরী ,
১১. আদী ইবনে সাবিত আনসারী,
১২. আতিয়্যাহ ইবনে সাঈদ আওফী,
১৩. আবু সুফিয়ান সা’দী,
১৪.আব্দুল করিম আবু উমাইয়্যা,
১৫.ইয়াহিয়া ইবনে সাঈদ আনসারী ও
১৬.হিশাম ইবনে উরওয়া।
➥ ইবনে হাজার আসকালানী (رحمة الله) (৮৫২হিঃ) তাহযীবুত তাহযীব, খন্ড ১, পৃষ্ঠাঃ ৪৪৯
হাফিয যাহাবী (رحمة الله) এঁদের ছাড়া যাঁদের নাম উল্লেখ করেছেন-তাঁরা হলেন,
১৮.হযরত না‘ফে মাদানী (১২০ হি.),
১৯.আব্দুর রহমান ইবনে হুরমুজা আল মাদানী (১১৭ হি.),
২০. কাতাদাহ (১২৭ হি.)
২১.আমর ইবনে দীনার আল মক্কী, ২২.আবু ইসহাক সাবঈ আল কূফী (১২৭ হি.)।
➥ শামশুদ্দিন যাহাবী (رحمة الله) (৭৪৮হিঃ), তাযকারাতুল হুফফায, খণ্ড ১, পৃষ্ঠাঃ ১৬৮
মোল্লা আলী ক্বারী (رحمة الله) আরো কয়েকজনের নাম উল্লেখ করেন,
২৩.রবীয়া,
২৪.যায়েদ ইবনে আসলাম,
২৫. শো’বা ইবনে হাজ্জাজ,
২৬.আবু বকর ইবনে আসিম এবং
২৭.আমের ইবনে শুরাহবীল আল কূফী (১০৩ হি.)।
➥ মোল্লা আলী ক্বারী (رحمة الله) (১০১৪হি), জওয়াহিরুল মুদিয়্যাহ, খন্ড ২, পৃষ্ঠাঃ , ৪৫৪
২৮ হযরত ইকরামা মাওলা ইবনে আব্বাস আল মক্কী (১০৭ হি.),
২৯.মুহারিব ইবনে দিসার আলকূফী (১১৬হি.),
৩০. মুহাম্মদ ইবনে দিসার আলকূফী,
৩১. মুহাম্মদ ইবনে মুনকাদির,
৩২. ইবনে শিহাব যুহুরী,
৩৩.আবু যুবাইর আলমক্কী (১২৭হি.),
৩৪. সিমাক ইবনে হারব আলকূফী,
৩৫. কায়েস ইবনে মুসলিম আলকূফী,
৩৬. ইয়াযিদ ইবনে সুহাইব আলকূফী,
৩৭. আব্দুল আজীজ আলকূফী,
৩৮.আবু যোবায়ের মুহাম্মদ মুসলিম আলমক্কী,
৩৯.মনসুর ইবনে মু’তামির আলকূফী ও
৪০. সোলায়মান ইবনে মেহরান (رحمة الله)।
➥ ফিকহে হানাফীর ইতিহাস ও দর্শন, পৃষ্ঠাঃ ১২৮, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ।
+++++++++
কিতাবঃ শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা
[ইমাম আবু হানিফা (রহ.) এর সংকলিত কিতাব মুসনাদে ইমামে আজমের ব্যাখ্যাগ্রন্থ]
ব্যাখ্যাকারঃ হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষকঃ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া
ষোলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন