নবীজির মু'জিযা
(১১৩)
------------
জাহান্নামী ব্যক্তি:
❏ হযরত সাহল ইবনে সা'দ সায়েদী (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) মুশরিকদের সাথে যুদ্ধরত এক ব্যক্তির দিকে তাকালেন। সে ব্যক্তি অন্যান্য লােকের চেয়ে ধনী ছিল। তিনি বললেন, কেউ যদি জাহান্নামী লােক দেখতে চায়, সে যেন এই লােকটিকে দেখে। একথা শুনে অবাক হয়ে এক ব্যক্তি তার পেছনে পেছনে যেতে লাগল। সে যুদ্ধ করতে করতে অবশেষে আহত হয়ে গেল। সে দ্রুত মৃত্যু কামনা করল আর নিজের তরবারীর অগ্রভাগ বুকে লাগিয়ে উপুড় হয়ে সজোরে এমনভাবে চাপ দিল যে, তলােয়ারটি তার বক্ষস্থলে ভেদ করে পার্শ্বদেশ অতিক্রম করে গেল।
এরপর রাসূল (ﷺ) বললেন, কোন বান্দা এমন কাজ করে যায়, যে দেখে লােকেরা একে জান্নাতী লােকের কাজ মনে করাে। কিন্তু বাস্তবে সে জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত। আবার কোন বান্দা এমন কাজ করে যায়, যা মানুষের চোখে জাহান্নামীদের কাজ বলে মনে হয়, অথচ সে জান্নাতী লােকদের অন্তর্ভুক্ত। নিশ্চয় মানুষের যাবতীয় আমল তার শেষ পরিণামের উপর নির্ভরশীল। ●144
_____________________________
🔺১৪৪. ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাঈল (رحمة الله), সহীহ বুখারী শরীফ, আরবী ইউপি, ইন্ডিয়া, পৃ:৯৬১ হাদিস নং ৬০৪৯)।
++++++++++
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন