(পূর্ব প্রকাশিতের পর)
***********
আমরা কখনো এই পাথরে খচিত পদচিহ্ন নীচে রাখি না এবং রাখিতে পারি না। যদি আপনি অনেক উচ্চ এবং উপযুক্ত স্থানে ইহা স্থাপনের ওয়াদা করেন তবে কদম মােবারকের দোয়া অবশ্য পাবেন এবং আপনার মানত অবশ্য পূর্ণ হইবে । এক খণ্ডযুদ্ধে একডালা দুর্গের
(শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত) কাছে মানসিংহের সঙ্গে অলৌকিকভাবে জয় লাভ করেন ঈশা খাঁ। এই যুদ্ধে আকবরের প্রধান ও বিশ্বস্ত রাজপুত বীর সেনানী
মানসিংহের তরবারী ভেঙ্গে যায় ।
কদমরছুল গ্রামের এক শত বর্গ মাইলের মধ্যে কোন উচু জমি বা টিলা ছিল না । ঈশা খাঁ সেনাপতি মাসুম খাঁন কাবুলীকে হুকুম দিলেন পবিত্র কদমরছুলকে উপযুক্ত স্থানে স্থাপন করিতে । সেনাপতি প্রায় ৬০ ফুট উচু বিরাট এলাকা নিয়ে মাটির টিলা তৈরি করিয়া একটি সুন্দরগৃহে কদমছুল বা রছুলের পদচিহ্ন স্থাপন করিলেন ।
গৃহের ফটকের উপর কালাে পাথরে লিপিবদ্ধ করিলেন বিখ্যাত বাণী রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন “আমি তােমাকে সৃষ্টি না করিলে এই পৃথিবী সৃষ্টি করিতাম না।" মাসুম খাঁন কাবুলী অবসর সময়ে মাঝে মাঝে এই পবিত্র স্থানে অবস্থান করিতেন এবং রাত্রি যাপন করিতেন । কখনও কখনও সারা রাত্রি এবাদত বন্দেগীতে মসগুল থাকিতেন অনেক সঙ্গী ও সৈন্যসামন্ত নিয়ে ।
পেইজ নং - ৮
(চলবে)
একটি মন্তব্য পোস্ট করুন