(পূর্ব প্রকাশিতের পর)
***********
পরবর্তীকালে কদমরছুল হয়ে উঠেছিল আধ্যাত্মিক চিন্তা সুফী সাধনার প্রাণকেন্দ্র। সমগ্র হিন্দুস্থানের সুফী সাধকের কাছে পরিচিত হয়ে উঠেছিল এইস্থান। আগমন ঘটেছিল মােগল যুবরাজ ও শাসকদের। সুদূর দিল্লী থেকে এসেছিলেন অনেক শাহজাদা, অনেক সেনাপতি। উপমহাদেশের বহু আলেম ও ইসলামী চিন্তাবিদদের আগমন হয়েছিল এই পবিত্র স্থানে । শ্রীহট্টখ্যাত হজরত শাহজালালের অন্যতম শিষ্য ধর্ম প্রচারক শেখ বােরহানউদ্দিন সাহেবও এখানে
এসেছিলেন একেবারে স্থায়ীভাবে।
এককালীন বঙ্গের রাজধানী সােনারগাঁও-এর সুলতানগন এবং জাহাঙ্গীর নগরের (ঢাকা) সুবেদার ও শাসকগণের আগমনে তৈরি হয়েছিল কিছু কিছু ইমারত । তাহারা তখন প্রচুর অর্থও দান করেছেন স্থানীয় গরীবদের মধ্যে ।
পেইজ নং- ১০
(চলবে)
***********
পরবর্তীকালে কদমরছুল হয়ে উঠেছিল আধ্যাত্মিক চিন্তা সুফী সাধনার প্রাণকেন্দ্র। সমগ্র হিন্দুস্থানের সুফী সাধকের কাছে পরিচিত হয়ে উঠেছিল এইস্থান। আগমন ঘটেছিল মােগল যুবরাজ ও শাসকদের। সুদূর দিল্লী থেকে এসেছিলেন অনেক শাহজাদা, অনেক সেনাপতি। উপমহাদেশের বহু আলেম ও ইসলামী চিন্তাবিদদের আগমন হয়েছিল এই পবিত্র স্থানে । শ্রীহট্টখ্যাত হজরত শাহজালালের অন্যতম শিষ্য ধর্ম প্রচারক শেখ বােরহানউদ্দিন সাহেবও এখানে
এসেছিলেন একেবারে স্থায়ীভাবে।
এককালীন বঙ্গের রাজধানী সােনারগাঁও-এর সুলতানগন এবং জাহাঙ্গীর নগরের (ঢাকা) সুবেদার ও শাসকগণের আগমনে তৈরি হয়েছিল কিছু কিছু ইমারত । তাহারা তখন প্রচুর অর্থও দান করেছেন স্থানীয় গরীবদের মধ্যে ।
পেইজ নং- ১০
(চলবে)
একটি মন্তব্য পোস্ট করুন