কারামাতে আউলিয়া
(১৭)
*************
হযরত আব্বাদ ইবনে বিশর ও হযরত উসাইদ ইবনে হুদাইর (রা.)
-------------------
ইমাম বায়হাকী ও আবু নঈম (রা.) বর্ণনা করেন, হযরত আব্বাদ ইবনে বিশর এবং হযরত উসাইদ ইবনে হুদ্বাইর (রা.) কোন এক কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিত হন।অনেক রাত হয়ে গেল এবং খুবই অন্ধকার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় তাঁদের হাতে একটি করে লাঠি ছিল। ঘাের অন্ধকারে একটি লাঠি তাদেরকে পথে আলাে দিতে লাগল যাতে তারা পথ চলছে। যখন দু'জন দুইপথে যেতে লাগলেন তখন দ্বিতীয় লাঠিও আলােকিত হয়ে গেল।
অতএব উভয়জন নিজ নিজ লাঠির আলােতে রাস্তা অতিক্রম করে ঘরে পৌঁছেন।
(আল্লামা ইউসুফ নাবহানী (র.), (১৩৫০ হি.) জামে কারামাতে আউলিয়া, উর্দু, পূঃ ৪১৯, ইমাম আবু
নঈম ইস্পাহানী, (৪৩৩ হি.), দালায়েলুন নবুয়্যত, উর্দু, পৃঃ ৫০৩,বিষয় ভিত্তিক কারামাতে আউলিয়া,পৃ :- ৭৩)।
একটি মন্তব্য পোস্ট করুন