কদম রসূলের ইতিহাস


পূর্ব প্রকাশিতের পর
*******

শবেবরাত, মিলাদ মাহফিল এবং সম্রাট শাহজাহান
------------------
এই উপমহাদেশে সম্রাট শাহজাহান সর্বপ্রথম শবে
বরাতের উৎসব পালন চালু করেন । 'বাদশাহ নামা” নামক পুস্তকে লিখিত আছে ভারতে পাঞ্জাব প্রদেশের লাহাের শহরে শবেবরাত রাত্রির বর্ণনা, (১১ই শাবান ১০৪৯ হিজরী) সারারাত জেকের আছকার এবং শীশ মহলে আলােকসজ্জা হইত প্রতি বৎসর।

মুসলমান গন্ডীর মধ্যে মিলন ও ভ্রাতৃভাব সৃষ্টি এবং পুণ্য অর্জনের জন্য বাৎসরিক “মিলাদ শরীফ' কে সম্রাট শাহজাহান জাতীয় উৎসবের মধ্যে স্থান দিয়েছিলেন
সর্বপ্রথম । বাদশাহ নামায় লিখিত বর্ণনানুযায়ী ভারতের আগ্রার দুর্গে একবার মিলাদ শরীফের উৎসব হইয়াছিল, ১২ই রবিউল আউয়াল ১০৪৩ হিজরী । মিলাদের মজলিসে অনেক বিদ্বান কুরআন পাঠক এবং দর্মাত্মা ব্যক্তি নিমন্ত্রিত হইয়াছিলেন ।
হযরত মুহাম্মদ (দঃ)-এর কদমরসুলের ইতিহাস জন্মতিথির এই অনুষ্ঠানে সম্রাট শাহজাহান সিংহাসন ছাড়িয়া সাধারণভাবে মজলিসের গালিচায় বসিলেন। হযরত মুহাম্মদ (দঃ)-এর পবিত্র জীবনী এবং গুণাবলীর আলােচনার সময়ে গােলাপ জলবর্ষণ এবং আতর বিতরণ করা হইল। ইহার পরে বড় বড় থালায় ভােজন সামগ্রী মিঠাই এবং হালুয়া সকলকে পরিবেশন করা হয়। এই রাত্রির উৎসবে ফকিরদিগকে শাল ও ফরজী দান করা হইয়াছিল । গরীব-দুঃখীদিগকে খয়রাত দেওয়া হইয়াছিল মােট বিশ হাজার টাকা ।
সম্রাট শাহজাহানের আদেশে কদমরছুল দরগাহ শরীফে তদানীন্তন বঙ্গদেশেসর্বপ্রথম মিলাদ মাহফিল চালু করেন দরগাহের খাদেমগণ, রবিউল চাঁদের ১২

  • তারিখে। প্রায় চারশত বৎসর যাবত পবিত্র মিলাদ শরীফ চালু আছে। বর্তমানে চাঁদের প্রথম তারিখ হইতে বার তারিখ পর্যন্ত প্রত্যহ কোরআন খতম, মিলাদ

মাহফিল এবং গরীব ভােজ অনুষ্ঠিত হয় দরগাহ শরীফে।


পেইজ নং- ১৪

                                                           (চলবে)


                 

Post a Comment

নবীনতর পূর্বতন