কদম রসূলের ইতিহাস


শাহ সুজা এবং কদমরছুল

***********

পিতা শাহজাহানের ওয়াদা রক্ষা করেছিলেন বাংলার সুবেদার শাহসুজা। দায়িত্ব ও সুযােগ দিয়েছেন পবিত্র কদমরছুল রক্ষণাবেক্ষণের জন্য খাদেম পরিবারদের।
প্রায় একটানা সতের বৎসর বাংলার নিরুপদ্রব সুবেদারী করেছিলেন শাহসুজা । কোন মােগল যুবরাজ এতদিন বঙ্গদেশে থাকেননি। সুজা অত্যন্ত বড় দিলের মানুষ ছিলেন। এমন কি শিয়া সুন্নীর সংকীর্ণতাও তাহার মধ্যে ছিল না। তাহার শাসনকালেই দিল্লী আগ্রা হইতে অনেক বিশিষ্ট শিয়া পরিবার ঢাকায় স্থায়ী উপনিবেশ
স্থাপন করিয়াছিলেন। বুড়ীগঙ্গা নদীর তীরে জাহাঙ্গীর নগর যেমন তার প্রিয় ছিল, শীতলক্ষ্যা নদীর তীরে কদমরছুল দেখে তিনি অভিভূত হয়ে পড়েছিলেন। অতি
মার্জিত রুচি, সঙ্গীতপ্রিয় এবং কাব্যরসিক সুজাকে এই দেশবাসী মানুষ হিসাবে শুধু ভালবাসিত না আপন মানুষ মনে করিয়া বিশ্বাস করিত। এইজন্য বাংলায় দীর্ঘ সতের বছর সুবেদারী করার সুযােগও হয়েছিল ।

পরবর্তীকালে সম্রাট আওরঙ্গজেবের ভয়ে গ্রান্ড ট্রাঙ্ক রােড দিয়ে আরাকান পালিয়ে যাবার সময় সূজা কদমরসুলে এসে মানত করেছিলেন যেন জীবন ও মান সম্মান রক্ষা পায়। আরাকানে শাহসুজা সাময়িকভাবে বিপদে পড়িলেও শেষ পর্যন্ত আওরঙ্গজেব তাঁকে ভাই হিসাবে অসম্মান করেননি।


পেইজ নং- ১৩

                                                         (চলবে)

Post a Comment

নবীনতর পূর্বতন