মু'জিযাতুর রসূল ﷺ

নবীজির মু'জিযা
(৩২)
------------
সাপের বিষ নিষ্ক্রিয় হওয়া-
+++++

❏ হিজরতের সময় রাসূল (ﷺ)কে যখন হযরত আবু বকর (رضي الله عنه) সহ সত্তর পর্বতের গুহায় পৌঁছেন তখন হযরত আবু বকর (رضي الله عنه) গুহার ভিতরে যাওয়ার অনুমতি প্রার্থনা করেন, যাতে ভিতরে কোন কষ্টদায়ক বস্তু থাকলে তা থেকে তাঁকে নিরাপদে রাখা যায়। গর্তে প্রবেশ করে তিনি যে কয়টি ছিদ্র দেখলেন সব কয়টি কে তিনি আঙ্গুল দিয়ে চিপে বন্ধ করে দিলেন। তবে একটি ছিদ্র বড় ছিল বলে তিনি এর মুখে নিজের পায়ের মুড়ি দিয়ে চেপে রেখে মুখ বন্ধ করে দেন। অপর বর্ণনায় আছে যে, তিনি স্বীয় চাদর ছিড়ে ছােট ছিদ্রের মুখ বন্ধ করে ছিলেন। যখন কাপড় শেষ হয়ে গেল তখন তিনি বড় ছিদ্রে স্বীয় পা রেখে দিলেন। তিনি নবী করিম শঃ আরজ করলেন- আমি স্থান নিরাপদ করেছি এখন আসতে পারবেন।

রাসূল (ﷺ) গুহায় অবতরণ করলেন এবং একটু বিশ্রাম নিলেন। এদিকে হযরত আবু বকর (رضي الله عنه) সাপের বিষের যন্ত্রণায় ছটপট করতেছিলেন। সকাল হলে তিনি আবু বকর (رضي الله عنه)’র পা ফুলা দেখে জিজ্ঞেস করলেন, হে আবু বকর! তােমার পায়ে কি হয়েছে? তিনি আরজ করলেন, হুযূর! সাপে কেটেছে। রাসূল (ﷺ) এরশাদ করলেন, আমাকে বলনি কেন? তিনি আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনার ঘুমের ব্যাঘাত সৃষ্টি করতে আমার মনে সায় দেয়নি। তখন রাসূল স্বীয় হাত মােবারক হযরত আবু বকর (رضي الله عنه)'র পায়ের ধ্বংশন স্থানে বুলিয়ে দেন সাথে সাথে সাপের বিষ ও ফুলা অদৃর্শ হয়ে গেল। ●৩৩৩

_____________________________

333.{আব্দুর রহমান জামী  (رحمة الله) (৮৯৮হি.), শাওয়াহেদুন নবুয়ত, উর্দু, বেরেলী, পৃ:১১৪}






হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি বইসমগ্র
এপ্স টি তে রয়েছে
চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত,
শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা(رحمة الله) ও
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
👉https://play.google.com/store/apps/details?id=sunniencyclopedia.blogspot.com.usmangoniall
🌬যাজাকাল্লাহু খাইরান

Post a Comment

নবীনতর পূর্বতন