মু'জিযাতুর রসূল ﷺ

নবীজির মু'জিযা
(৩১)
-----------
ভাঙ্গা পা সুস্থ হওয়া
+++++++

❏ হিজরতের চতুর্থ বছর নবী করিম (ﷺ) ও পাঁচজন ব্যক্তিকে খায়বর পাঠিয়েছিলেন সালাম ইবনে আবিত তাহকীক কে হত্যা করার জন্য। এদের মধ্যে হযরত আবু কাতাদাহ (رضي الله عنه) ও ছিলেন। তারা রাতের বেলায় তার ঘরে প্রবেশ করে তাকে হত্যা করে বাইরে চলে আসল। আবু কাতাদাহ তার কামান সেখানে ভুলে ফেলে এসেছিল। সে পুনরায় গিয়ে ভিতর থেকে কামান নিয়ে আসল তবে তার পায়ে প্রচণ্ড আঘাত লাগল। কেউ বলেন, তার পা ভেঙ্গে এই গিয়েছিল। সে পাগড়ী দিয়ে পা বেঁধে সঙ্গীদের কাছে চলে আসল। তারা তাকে পালা করে করে বহন করে নবী করিম 'র দরবারে নিয়ে আসল। তিনি তাঁর হাত মােবারক তার পায়ে বুলিয়ে দিলেন সাথে সাথে সে সুস্থ হয়ে গেল। ●৩৩৪

_____________________________

334.{আব্দুর রহমান জামী  (رحمة الله) (৮৯৮হি.), শাওয়াহেদুন নবুয়ত, উর্দু, বেরেলী, পৃ:১৩৯}






হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি বইসমগ্র
এপ্স টি তে রয়েছে
চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত,
শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা(رحمة الله) ও
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
👉https://play.google.com/store/apps/details?id=sunniencyclopedia.blogspot.com.usmangoniall
🌬যাজাকাল্লাহু খাইরান

Post a Comment

নবীনতর পূর্বতন