মু'জিযাতুর রসূল ﷺ

নবীজির মু'জিযা
(২৮)
-----------------
হাত মােবারকের মু'জিযা ঝুলে পড়া চোখের পুতলি স্বস্থানে স্থাপন:
+++++++++

❏ হযরত ইবনে আদী, আবু ইয়ালা ও বায়হাকী  (رحمة الله) আসেম ইবনে ওমর ইবনে কাতাদাহ থেকে তিনি তার দাদা কাতাদাহ ইবনে নােমান (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, বদর যুদ্ধের দিন তার চোখে আঘাত লাগল। ফলে চোখের পুতলি বের হয়ে চোয়ালে ঝুলে পড়ল। লােকেরা তা টেনে ফেলে দিতে উদ্যত হল এবং এ ব্যাপারে রাসূল (ﷺ) এর কাছে জিজ্ঞেস করলেন তারা। তিনি বললেন, না, তােমরা এরূপ করাে না। তিনি কাতাদাহ কে ডাকলেন এবং স্বীয় হাত মােবারক দিয়ে স্বস্থানে টিপ দিয়ে লাগিয়ে দিলেন। চোখটি এমনভাবে লেগে গেল যে, যেন চোখে কোন আঘাতই লাগেনি। অন্য বর্ণনায় আছে- কাতাদাহ (رضي الله عنه)'র দু’চোখের মধ্যে ঐ চোখটিই বেশী ভাল ও সুস্থ ছিল। ●৩৩৯

_____________________________

339.{ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী  (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড:১ম পৃ:৩৩৭।}






হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি বইসমগ্র
এপ্স টি তে রয়েছে
চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত,
শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা(رحمة الله) ও
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
👉https://play.google.com/store/apps/details?id=sunniencyclopedia.blogspot.com.usmangoniall
🌬যাজাকাল্লাহু খাইরান

Post a Comment

নবীনতর পূর্বতন