মু'জিযাতুর রসূল ﷺ


নবীজির মু'জিযা
(১৬)
********

গোশত পাথর হয়ে যাওয়া
----------------

ইমাম বায়হাকী ও আবু নঈম (র.) হযরত উম্মে সালমা (রা.) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমার নিকট এক টুকরা গােশত হাদিয়া আসল। আমি খাদেমাকে বললাম, এই গােশতের টুকরাটি রাসূল এর জন্য সংরক্ষণ করে রাখ । ইত্যবসরে একজন ফকীর এসে বলল, - “সদকা করুন, আল্লাহ আপনাদেরকে বরকত দেবেন।"
আমরা ফকীরকে উত্তর দিলাম  “আল্লাহ তােমার মধ্যে বরকত দান করুন।" ফকীর চলে গেলে নবী করিমগোশত পাথর হয়ে যাওয়া

----------------

ইমাম বায়হাকী ও আবু নঈম (র.) হযরত উম্মে সালমা (রা.) থেকে বর্ণনা করেন,
তিনি বলেন, আমার নিকট এক টুকরা গােশত হাদিয়া আসল। আমি খাদেমাকে বললাম,
এই গােশতের টুকরাটি রাসূল এর জন্য সংরক্ষণ করে রাখ । ইত্যবসরে একজন ফকীর এসে বলল, - “সদকা করুন, আল্লাহ আপনাদেরকে বরকত দেবেন।"
আমরা ফকীরকে উত্তর দিলাম  “আল্লাহ তােমার মধ্যে বরকত দান করুন।" ফকীর চলে গেলে নবী করিম ﷺ তাশরীফ আনলেন। আমি খাদেমাকে বললাম, গোশত তার সামনে রাখ ।
খাদেমা গােশত রাখলে দেখা গেল গােশত সাদা পাথরে পরিণত হয়ে গেল। তখন
তিনি জিজ্ঞেস করলেন, তােমাদের নিকট কি কোন ফকীর এসেছিল যাকে তােমরা ফিরিয়ে
দিয়েছিলে? আমি বললাম, হ্যা, এসেছিল এবং কিছু না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছিল। তিনি বললেন, গােশত এ জন্যেই পাথর হয়ে গেল। এই পাথর হযরত উম্মে সালমা (রা.)'র ঘরের এক কোণে পড়ে থাকত, তার মৃত্যু পর্যন্ত এই পাথরকে পাঠা হিসেবে আটা পিসার কাজে ব্যবহার করতেন।
(ইমাম সুয়ুতী, জালাল উদ্দিন সুয়ূতী (র.) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খন্ড -২, পৃ.১৭৮,বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল,পৃ:- ৪২)। ﷺ তাশরীফ আনলেন। আমি খাদেমাকে বললাম, গোশত তার সামনে রাখ ।
খাদেমা গােশত রাখলে দেখা গেল গােশত সাদা পাথরে পরিণত হয়ে গেল। তখন
তিনি জিজ্ঞেস করলেন, তােমাদের নিকট কি কোন ফকীর এসেছিল যাকে তােমরা ফিরিয়ে
দিয়েছিলে? আমি বললাম, হ্যা, এসেছিল এবং কিছু না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছিল। তিনি বললেন, গােশত এ জন্যেই পাথর হয়ে গেল। এই পাথর হযরত উম্মে সালমা (রা.)'র ঘরের এক কোণে পড়ে থাকত, তার মৃত্যু পর্যন্ত এই পাথরকে পাঠা হিসেবে আটা পিসার কাজে ব্যবহার করতেন।
(ইমাম সুয়ুতী, জালাল উদ্দিন সুয়ূতী (র.) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খন্ড -২, পৃ.১৭৮,বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল,পৃ:- ৪২)।

Post a Comment

নবীনতর পূর্বতন