কারামাতে আউলিয়া
(১৬)
--------------
হযরত তামীম দারী (রা.)
*************
ইমাম বায়হাকী ও আবু নাঈম (রা.) হযরত মুয়াবিয়া ইবনে হারমাল (রা.) থেকে বর্ণনা করেন যে, হযরত উমর (রা.) এর খেলাফত কালে একদা অগ্নিদাহ হলে তিনি হযরত তামীম দারী (রা.) এর নিকট গিয়ে বলেন, চলুন অগ্নির দিকে যাই। মুয়াবিয়া বলেন আমি তাদের পেছনে পেছনে রওয়ানা হলাম। তারা আগুনের নিকটে গিয়ে হযরত তামীম দারী (রা.) নিজের হাত দিয়ে আগুনকে তাড়াতে তাড়াতে একটি গর্তে আবদ্ধ করে দিয়েছেন।
অপর বর্ণনায় আছে যে, তিনি নিজের চাদর দিয়ে এ কাজ করেন।
(আল্লামা ইউসুফ নাবহানী (র), (১৩৫০ হি.) জামে কারামাতে আউলিয়া, উর্দু, পৃঃ ৩৮৫, আবু নঈম ইস্পাহানী (৪৩০ হি.) দালায়েলুন নবুয়্যত, উর্দু,
পৃ: ৫২০, বিষয় ভিত্তিক কারামাতে আউলিয়া,
পৃ :- ৭৩)।
(১৬)
--------------
হযরত তামীম দারী (রা.)
*************
ইমাম বায়হাকী ও আবু নাঈম (রা.) হযরত মুয়াবিয়া ইবনে হারমাল (রা.) থেকে বর্ণনা করেন যে, হযরত উমর (রা.) এর খেলাফত কালে একদা অগ্নিদাহ হলে তিনি হযরত তামীম দারী (রা.) এর নিকট গিয়ে বলেন, চলুন অগ্নির দিকে যাই। মুয়াবিয়া বলেন আমি তাদের পেছনে পেছনে রওয়ানা হলাম। তারা আগুনের নিকটে গিয়ে হযরত তামীম দারী (রা.) নিজের হাত দিয়ে আগুনকে তাড়াতে তাড়াতে একটি গর্তে আবদ্ধ করে দিয়েছেন।
অপর বর্ণনায় আছে যে, তিনি নিজের চাদর দিয়ে এ কাজ করেন।
(আল্লামা ইউসুফ নাবহানী (র), (১৩৫০ হি.) জামে কারামাতে আউলিয়া, উর্দু, পৃঃ ৩৮৫, আবু নঈম ইস্পাহানী (৪৩০ হি.) দালায়েলুন নবুয়্যত, উর্দু,
পৃ: ৫২০, বিষয় ভিত্তিক কারামাতে আউলিয়া,
পৃ :- ৭৩)।
একটি মন্তব্য পোস্ট করুন