চক্ষু রােগ থেকে মুক্তিলাভ

নবীজির মু'জিযা
(৯)
--------

 চক্ষু রােগ থেকে মুক্তিলাভ :

হযরত সাহল ইবনে সা'দ রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত , রাসূল  ﷺ বলেন , ( খায়বর বিজয়ের পূর্ব দিন ) আমি আগামীকাল এমন এক ব্যক্তিকে পতাকা দিবাে যার হাতে আল্লাহ বিজয় দান করবেন । রাবী বলেন , তারা সবাই এই আগ্রহ নিয়ে রাত্রি যাপন করলেন যে , কাকে ঐ পতাকা দেয়া হবে ? যখন সকাল হল তখন সকলেই রাসূল ﷺ এর নিকট গিয়ে হাযির হলেন । তাদের প্রত্যেকেই এই আশা পােষণ করেছিলেন যে , পতাকা তাকে দেয়া হবে । তারপর তিনি বললেন , আলী ইবনে আবু তালেব কোথায় ? তারা বললেন , ইয়া রাসূলাল্লাহ ! তিনি চক্ষু রােগে আক্রান্ত । তিনি বললেন , কাউকে পাঠিয়ে তাকে আমার কাছে নিয়ে এসাে ।
যখন তিনি এলেন , তখন রাসূল ﷺ তাঁর দু ’ চোখে থু থু মােবারক লাগিয়ে দিলেন এবং তাঁর জন্য দোয়াও করলেন । এতে তিনি এমন সুস্থ হয়ে গেলেন যেন তাঁর চোখে কোন রােগই ছিলনা ।
(ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাঈল রহমাতুল্লাহি আলাইহি(২৫৬হি:),সহীহ বুখারী শরীফ,আরবী,
ইউপি,ইন্ডিয়া,পৃ:- ৫২৫,হাদিস নং - ৩৪৩৬,বিষয় ভিত্তিক মুজিযাতর রাসূল  ﷺ,পৃ:- ৮৬)।

Post a Comment

নবীনতর পূর্বতন