বােবার মুখে বুলি ফোটানাে

নবীজির মু'জিযা
(১০)
-----------
বােবার মুখে বুলি ফোটানাে ;

ইমাম বায়হাকী  রহমাতুল্লাহি আলাইহি শিমার ইবনে আতীয়্যাহ থেকে বর্ণনা করেন , এক মহিলা তার
এক যুবক সন্তান নিয়ে নবী করিম ﷺ এর নিকট এসে আরজ করল , আমার সন্তান জন্মের পর থেকে আজ পর্যন্ত কোন কথা বলেনি । অর্থাৎ সে বােবা । রাসূল ﷺ ঐ বােবা ছেলেকে জিজ্ঞেস করলেন , বল , আমি কে ? সাথে সাথে স্পষ্ট ভাষায় সে বলল , আপনি আল্লাহর
রাসূল ।
( ইমাম সুয়ূতী , জালাল উদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি ( ১১১হি . ) , আল খাসায়েসুল কুবরা , আরবী , বৈরুত , খণ্ড : ২য় , পৃ :১১৪,বিষয় ভিত্তিক মুজিযাতর রাসূল  ﷺ ৮৬)।

Post a Comment

নবীনতর পূর্বতন