দৃষ্টিশক্তি ফেরৎ দান

নবীজির মু'জিযা
(১১)
-------------

দৃষ্টিশক্তি ফেরৎ দান :
ইমাম  ইবনে আবি শাইবা , ইবনুস সন , বগভী ,বায়হাকী , তাবরানী ও আবু নঈম রহমাতুল্লাহি আলাইহি হযরত হাবীব ইবনে ফুদাইক রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন , তিনি বলেন , তার চোখ ছিল সাদা এবং কিছুই দেখতে পেতনা । তার পিতা তাকে রাসূল  ﷺ এর কাছে নিয়ে গেল ? তিনি তার কাছে জিজ্ঞেস করলেন , তােমার দৃষ্টিশক্তি কিভাবে চলে গেল । সে বলল , একবার আমার পা সাপের ডিমে পড়েছিল , ফলে তখন থেকে আমার দৃষ্টিশক্তি চলে যেতে লাগল ।
তিনি তার উভয় চোখে কিছু পাঠ করে ফুঁ দিলেন। সাথে সাথে তার দৃষ্টিশক্তি ফেরত আসল। বর্ণনাকারী বলেন,যখন তার বয়স আশি বছর হলো,তখনও সে সুঁইয়ে সূতা প্রবেশ করতে পারতো অথচ তার চোখ দু'টি পূর্বের ন্যায় সাদা বর্ণেরই ছিলো।
( ইমাম সুয়ূতী , জালাল উদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি ( ১১১হি . ) , আল খাসায়েসুল কুবরা , আরবী , বৈরুত , খণ্ড : ২য় , পৃ :১১৫,বিষয় ভিত্তিক মুজিযাতর রাসূল  ﷺ ৮৬)।

Post a Comment

নবীনতর পূর্বতন