তরবারীর আঘাতে লটকানাে হাত ভাল হওয়া

নবীজির মু'জিযা
(৮)
--------

তরবারীর আঘাতে লটকানাে হাত ভাল হওয়া :

ইমাম বায়হাকী রহমাতুল্লাহি আলাইহি  হযরত হাবীব ইয়াসাফ রদ্বিয়াল্লাহু আনহু  থেকে বর্ণনা করেন , তিনি বলেন , আমি রাসূল ﷺ   এর সাথে এক যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম । আমার কাঁধে তরবারীর একটি আঘাত লাগল ফলে আমার হাত লটকিয়ে রইল । আমি রাসূল ﷺ এর খেদমতে উপস্থিত হলে তিনি এই আঘাতে লালা মােবারক লাগিয়ে দিলেন । এতে আমার আহত স্থান ভরে গেল এবং আমি ভাল হয়ে গেলাম । আর যে আমাকে আঘাত করেছিল তাকে আমি সে হাত দিয়ে হত্যা করেছি ।
(ইমাম সুয়ূতী , জালাল উদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি ( ৯১১হি . ) , আল খাসায়েসুল কুবরা , আরবী , বৈরুত , খণ্ড : ২য় , পৃ : ১১৬,বিষয় ভিত্তিক মু'জিযাতুর রাসূল ﷺ,পৃ:- ৮৭)।

Post a Comment

নবীনতর পূর্বতন