দাউদ রােগ ভাল হওয়া

নবীজির মু'জিযা
(৭)
----------

দাউদ রােগ ভাল হওয়া :

 ইবনে সা ' দ , বায়হাকী ও আবু নঈম রহমাতুল্লাহি আলাইহি  হযরত আবইয়ায ইবনে হাম্মাল রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন , তার মুখে দাউদ হয়েছিল ফলে তার মুখমন্ডল সাদা হয়ে গিয়েছিল । অপর এক
বর্ণনায় আছে , তার মুখের দাউদ ( এক প্রকারের চর্মরােগ ) তার নাক পর্যন্ত ছড়িয়ে পড়েছে ।
রাসূল   ﷺ দোয়া করলেন এবং তার মুখে হাত মােবারক বুলিয়ে দেন । রাত অতিক্রম হতে পারেনি তার দাউদের চিহ্ন পর্যন্ত ছিলনা ।
(ইমাম সুয়ূতী , জালাল উদ্দিন সুয়ুতী  রহমাতুল্লাহি আলাইহি ( ৯১১হি . ) , আল খাসায়েসুল কুবরা , আরবী , বৈরুত , খণ্ড : ২য় , পৃ : ১১৬,বিষয় ভিত্তিক মু'জিযাতুর রাসূল ﷺ,পৃ:- ৮৭)।

Post a Comment

নবীনতর পূর্বতন