নবীজির মু'জেযা
(৩)
যুদ্ধ জয়ের জন্য দোয়া :
-------------------
ইমাম মুসলিম ও বায়হাকী ( র . ) হযরত ইবনে আব্বাস ( রা . ) থেকে বর্ণনা করেন , তিনি বলেন , হযরত ওমর ( রা . ) আমাকে বলেছেন , বদর যুদ্ধের দিন নবী করিম ﷺ মুশরিক সৈন্যদের এক হাজারের অধিক অথচ মুসলমানের সংখ্যা তিনশত উনিশ জন দেখে কেবলামুখী হয়ে হাত তুলে আল্লাহর দরবারে আকুতি - মিনতি করে দোয়া করতে লাগলেন । এমনকি তাঁর মােবারক কাঁধ থেকে পড়ে গেল । হযরত আবু বকর ( রা . ) চাদর মােবারক তুলে নিয়ে বললেন , হে আল্লাহর নবী ! আপনি তাে আল্লাহর দরবারে যথেষ্ট দোয়া ও মিনতি করেছেন এই বলে তিনি তাঁর চাদর মােবারক কাঁধে তুলে দিয়ে তাঁকে বুকে জড়িয়ে ধরলেন ।
তখন এই আয়াত নাযিল হয় “ স্মরণ করুন , যখন তােমরা স্বীয় পালন কর্তার সাহায্য প্রার্থনা করছিলে , তখন তিনি তােমাদের প্রার্থনা কবুল করে বলেন , আমি একহাজার অনুসরণকারী ফেরেস্তার দ্বারা তােমাদের সাহায্য করবাে । ” ( সূরা আনফাল , আয়াত নং ৯ )।
( আল্লামা ইউসূফ নাবহানী ( র . ) ( ১৩৫০হি . ) , হুজ্জাতুল্লাহি আলাল আলামীন , উর্দু , গুজরাট , খণ্ড : ২য় , পৃ : ২০৪, বিষয় ভিত্তিক মু'জিযাতুর রাসূল, পৃ:- ৮৩)।
একটি মন্তব্য পোস্ট করুন