জ্বর থেকে মুক্তি পাওয়ার দোয়া

নবীজির মু'জেযা
(৪)
----------------

জ্বর থেকে মুক্তি পাওয়ার দোয়া : 

---------------------


ইমাম বায়হাকী রহমাতুল্লাহি আলাইহি হযরত আনাস রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন , নবী করিম  ﷺ হযরত  আয়েশা সিদ্দিকা রদ্বিয়াল্লাহু আনহা ' র কাছে তাশরীফ নিলেন তখন হযরত আয়েশা সিদ্দিকা রদ্বিয়াল্লাহু আনহা জ্বরে আক্রান্ত ছিলেন এবং জ্বরকে মন্দ বলতেছেন । নবী করিম  ﷺ  এরশাদ করেন , জ্বরকে গালি দিওনা সে তাে আদিষ্ট হয়েছে । হ্যাঁ , যদি তুমি চাও তবে তােমাকে এমন দোয়া শিখিয়ে দেবাে তুমি এই দোয়া পড়লে আল্লাহ তােমার থেকে এই জ্বর দূরীভূত করে দেবেন । তিনি  আরজ করলেন , আমাকে শিখিয়ে দিন । তখন তিনি বললেন - তুমি এই দোয়া পড় , 

 اللهم ارحم جلدی الرقيق وعظمى الدقيق من شدة الحريق يا ام ملدم أن كنت امنت بالله العظيم فلا

 الفم ولا تأكل اللحم ولا تشربي الدم ولا تحولى الى من اتخذ مع الله الها اخر - تصدعى الرأس ولا تنتني

| “ হে আল্লাহ ! আমার হাল্কা - পাতলা চামড়া ও চিকন হাড্ডিকে প্রচন্ড জ্বরের জ্বালা ও ব্যাথা থেকে দয়া করে মুক্তি দান করুন । হে জ্বর ! তুমি যদি মহান আল্লাহর উপর ঈমান রাখ তবে মাথায় ব্যাথা দিওনা , মুখে দুর্গন্ধ সৃষ্টি করােনা আর রক্ত ও মাংস পানাহার করােনা এবং তুমি মুশরিকদের কাছে চলে যাও । ” 

হযরত আনাস ( রা . ) বলেন , হযরত আয়েশা ( রা . ) এই দোয়া পাঠ করলে তাঁর জ্বর চলে যায় । 

( ইউসূফ নাবহানী ( র . ) ( ১৩৫০হি . ) , হুজ্জাতুল্লাহি আলাল আলামীন , উর্দু , গুজরাট , খণ্ড : ২য় , পৃ : ২২৪, বিষয় ভিত্তিক মু'জিযাতুর রাসূল ﷺ  , পৃ:- ৮৩)।

    



Post a Comment

নবীনতর পূর্বতন