পুড়ে যাওয়া হাত ভাল হওয়া

নবীজির মু'জিযা
(৫)
----------

পুড়ে যাওয়া হাত ভাল হওয়া :

ইমাম বায়হাকী রহমাতুল্লাহি আলাইহি সাম্মাক ইবনে হারব রহমাতুল্লাহি আলাইহি'র সূত্রে হযরত মুহাম্মদ ইবনে হাতেব রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন , তিনি বলেন , আমার হাতে গরম ডেকচি পড়ে হাত পুড়ে গিয়েছিল । আমার মা আমাকে নবী করিম ﷺ এর নিকট নিয়ে যান । তিনি ঐ হাতের উপর থু থু নিক্ষেপ করে করে বলতে লাগলেন ,“ হে পরওয়ারদেগার !
সমস্যা দূরীভূত করে দিন । ” অতঃপর আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলাম ।
( ইমাম সুয়ূতী , জালাল উদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি ( ১১১হি . ) , আল খাসায়েসুল কুবরা , আরবী , বৈরুত , খণ্ড : ২য় , পৃ : ১১৫)।
অনুরূপ ঘটনা একই বর্ণনাকারী থেকে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ( আত তারীখ গ্রন্থে ) বর্ণনা
করেছেন । - ( সংকলক ) ।(বিষয় ভিত্তিক মু'জিযাতুর রাসূল ﷺ,পৃ:- ৮৭)

Post a Comment

নবীনতর পূর্বতন