কারামাতে আউলিয়া
(৮)
----------
হযরত আবু আমর ওসমান বাতায়েহী ( র . )
আল্লামা তাদানী রহমাতুল্লাহি আলাইহি কালায়েদুল জাওয়াহের গ্রন্থে বলেন - একদা সাতজন শিকারী
হযরত শেখ আবু আমর ওসমান বাতায়েহী রহমাতুল্লাহি আলাইহি র এর মাতৃভূমি ‘ বতীহায় এসে অনেক পাখি
শিকার করলাে ।
কিন্তু যে পাখিই মাটিতে পড়তাে মৃত হয়ে পড়তাে । শেখ শিকারীদেরকে বললেন - এই পাখিগুলাে তােমাদের খাওয়া হারাম । কেননা সবগুলাে পাখিই মৃত। তখন শিকারীগণ ঠাট্টা করে হযরতকে বলল - তাহলে আপনি জীবিত করে দেননা । তখন তিনি বিসমিল্লাহ পড়ে
বললেন : - হে মৃতকে জীবিতকারী , হে বিচূর্ণ - হাড্ডি থেকে প্রাণ সঞ্চারকারী ! এই দোয়া পড়তেই সব পাখি জীবিত হয়ে আকাশে উড়ে দৃষ্টির অগোচরে চলে যায়। আর শিকারীগণ এই কারামাত দেখে তাওবা করে সকলেই হযরতের খেদমতে নিজেদেরকে নিয়োজিত করে।
মুফতি জালাল উদ্দিন আহমদ আমজাদী,বুযুর্গোঁকে আকীদে,উর্দু,পৃ:-৯২ বিষয় ভিত্তিক কারামাতে আউলিয়া,পৃ:- ৫৭-৫৮)।
(৮)
----------
হযরত আবু আমর ওসমান বাতায়েহী ( র . )
আল্লামা তাদানী রহমাতুল্লাহি আলাইহি কালায়েদুল জাওয়াহের গ্রন্থে বলেন - একদা সাতজন শিকারী
হযরত শেখ আবু আমর ওসমান বাতায়েহী রহমাতুল্লাহি আলাইহি র এর মাতৃভূমি ‘ বতীহায় এসে অনেক পাখি
শিকার করলাে ।
কিন্তু যে পাখিই মাটিতে পড়তাে মৃত হয়ে পড়তাে । শেখ শিকারীদেরকে বললেন - এই পাখিগুলাে তােমাদের খাওয়া হারাম । কেননা সবগুলাে পাখিই মৃত। তখন শিকারীগণ ঠাট্টা করে হযরতকে বলল - তাহলে আপনি জীবিত করে দেননা । তখন তিনি বিসমিল্লাহ পড়ে
বললেন : - হে মৃতকে জীবিতকারী , হে বিচূর্ণ - হাড্ডি থেকে প্রাণ সঞ্চারকারী ! এই দোয়া পড়তেই সব পাখি জীবিত হয়ে আকাশে উড়ে দৃষ্টির অগোচরে চলে যায়। আর শিকারীগণ এই কারামাত দেখে তাওবা করে সকলেই হযরতের খেদমতে নিজেদেরকে নিয়োজিত করে।
মুফতি জালাল উদ্দিন আহমদ আমজাদী,বুযুর্গোঁকে আকীদে,উর্দু,পৃ:-৯২ বিষয় ভিত্তিক কারামাতে আউলিয়া,পৃ:- ৫৭-৫৮)।
একটি মন্তব্য পোস্ট করুন