ফোরাত নদীর পানি বৃদ্ধি


কারামাতে আউলিয়া
(১৪)
------------


হযরত আলী (রা.) (৪০ হি.)

***********

একদা হযরত আলী (রা.) এর নিকট এসে কুফাবাসীরা আরজ করল হে আমীরুল মুমিনীন! এ বছর ফুরাত নদীর পানি বৃদ্ধি পেয়ে আমাদের ক্ষেত খামার নষ্ট হয়ে যাচ্ছে। আপনি একটু দোয়া করুন। তিনি উঠে ঘরে প্রবেশ করেন, লােকেরা দরজায় অপেক্ষমান।
হঠাৎ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’র জুব্বা পরিধান করেন, পাগড়ী মাথায় বাঁধেন ও লাঠি হাতে নিয়ে বের হন। একটি ঘােড়ায় আরােহণ করে রওয়ানা হন।
আপনপর সবাই পিছে পিছে পায়ে হেঁটে যাচ্ছে। ফুরাত নদীর নিকটে গিয়ে ঘোড়া থেকে নেমে দু'রাকাত নামাজ পড়ে লাঠি হাতে নিয়ে ফুরাতের পুলের উপর এসেছেন। সাথে হযরত হােসাইন (রা.) ও ছিলেন। তিনি লাঠি দিয়ে পানির দিকে ইঙ্গিত করেন সাথে সাথে পানি উপর থেকে এক ফুট নিচে নেমে গেল। তিনি বললেন এতটুকুতে যথেষ্ট হবে? লোকেরা বলল, না, হে আমীরুল মুমিনীন। তিনি পুনরায় লাঠি দিয়ে পানির দিকে ইশারা করেন। পানি আরাে একফুট নিচে নেমে গিয়েছে। এভাবে যখন পানি তিনফুট নিচে নেমে গেল তখন লােকেরা বলল, হে আমীরুল মুমিনীন! বস, এতটুকু যথেষ্ট।
(আবদুর রহমান জামী (র.) ৮৯৮ হি, শাওয়াহেদুন নবুয়্যত, উর্দু, পৃ. ২৮২,বিষয় ভিত্তিক কারামাতে আউলিয়া, পৃ:- ৭২)

Post a Comment

নবীনতর পূর্বতন