প্রজ্জলিত আগুন নিভিয়ে দেয়া

কারামাতে আউলিয়া
(১৩)
********

 ইমাম রাযী (রঃ) তার প্রসিদ্ধ তাফসীরে সূরা কাহফের ব্যাখ্যায় লিখেছেন যে, মদীনায়ে তায়্যেবায় কোন এক ঘরে আগুন লেগেছে। ফারুকে আজম (র.) এক টুকরা
কাগজে লিখেন যে, হে আগুন। আল্লাহর হুকুমে নিভে যা। লােকেরা ঐ কাগজের টুকরা প্রজ্জলিত আগুনে নিক্ষেপ করা মাত্র আগুন নিভে যায়।
 (আল্লামা ইউসুফ নাবহানী (র.),১৩৫ হি. জামে কারামাতে আউলিয়া, উর্দু, পৃ:- ৪৫৩, বিষয় ভিত্তিক কারামাতে আউলিয়া, পৃ: ৭১)।

Post a Comment

নবীনতর পূর্বতন